ইউরোপ-আমেরিকার গরীবরা বেশী মোটা-তাজা

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৬:১২ বিকাল

গতকাল সন্ধ্যা বাসায় ফিরছিলাম। পথে সাক্ষাৎ হলো প্রতিবেশী এক বন্ধুর পিএইচডি পড়ুয়া ছেলের সাথে। ভাতিজার সাথে কথা বলার এক পর্যায়ে সে বললো- আংকেল আমার ওজন তো ১০০ কেজি হয়ে গিয়েছে!

আমি বললাম- বলো কি, দেখলে তো বুঝা যায় না। কি ব্যাপার?

সে বললো- আংকেল- জানেন তো ইউরোপ-আমেরিকার গরীবরা বেশী মোটা-তাজা হয়।

আমি বললাম- না জানি না তো, বলত কিভাবে?

ভাতিজা বললো- দেখবেন, পশ্চিমাতে যত্তোসব অস্বাস্থ্যকর খাবার হলো সস্তা। এক পাউন্ডে কতোগুলো চকলেট, আইস্ক্রিম, চিকেন-চিপস পাবেন। আর এগুলো সবই ফ্যাটি; মানুষ মোটাতাজা করণ খাবার। এগুলো খেলে সহজে ক্ষুধাও লাগে না। তাই গরীবরা এগুলো বেশী করে খায় আর ফুলে ওঠে। অথচ

স্বাস্থ্যকর খাবার, ফলমূলগুলো দেখবেন অনেক দামী। যেমন স্ট্রবেরী, চেরী, স্যামন ফিশ, মিল্কফিশ, সীবাছ ফিশ, এরপর পাখির গোস্ত, দেশী শাক-সবজি ইত্যাদি।



আমি বললাম- কথা একেবারে খারাপ নয়। তবে, বাবা, এই অজুহাতে মোটা হওয়া যুক্তিযুক্ত নয়। বললো- আংকেল কি করা যায়?

বললাম- এখন থেকে নিজকে আর গরীব মনে করবে না, ধনী মনে করবে। আর দুই বেলা রুটি খাবে। ভাত এক প্লেটের মাঝামাঝি নিবে।

ওয়াজ তো করে দিলাম। কিন্তু শুনবে বলে মনে হয় না। কারণ মানুষ মোটা হয় জিহবাতে লোভ থাকার কারণে। আর হঠাৎ করে লোভ কমানো কিন্তু সহজ নয়।

বিষয়: সাহিত্য

১৫১১ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339423
০৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো
০৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৯
280754
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কম খেতে হবে কিন্তু।
339424
০৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৬
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : মোটা হওয়া মানে স্বাস্থ্যভালো বলে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে। কিন্তু আসলে সেটা মারাত্মক ভুল। হাল্কা-পাতলা থাকা স্বাস্থ্যের জন্যে অনেক ভালো।
339429
০৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সহমত লেখকের সাথে! ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪১
280761
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : অনেক ধন্যবাদ
339431
০৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৭
জ্ঞানের কথা লিখেছেন : গরীবরা মোটা!!
০৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৯
280762
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সহমত
০৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০২
280763
জ্ঞানের কথা লিখেছেন : বাংলাদেশে এর উল্টো!!
339453
০৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি তাই খুব গরিব।
০৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
280796
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Tongue
339467
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫৯
আফরা লিখেছেন : এটা একেবারে সত্যিকথা ইউরোপে গরীব মানুষ মোটা বেশী ।
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩২
280827
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ভালো লাগলো
339488
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তাহলে ও দেশে আমার না যাওয়ার সিদ্ধান্তটা ঠিকই ছিল বলতে হবে I Don't Want To See
০৪ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫১
280917
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Rolling on the Floor
339492
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৩
হতভাগা লিখেছেন : এসব খাবার আফ্রিকার ক্ষুধা ও দারিদ্র পীড়িত দেশে পাঠানো যায় না ?
০৪ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫২
280918
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : অবশ্যই। ভালো প্রস্তাব।
339509
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শিরোনাম পড়ে মনে হচ্ছিল লেখাতে ভিন্ন কিছু মুড় পাব!!! পড়ে পেলাম অন্য!! ধন্যবাদ।
০৪ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫২
280919
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
১০
339708
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:২৭
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : আমি বরাবরই পাতলা-পুতলা। ঠিক বলেছেন আপনি, মাঝে মাঝে জিহ্বায় স্বাদের পরিমাণ বেড়ে গেলে ক'দিন পরেই দেখি জামার মাঝের বোতামগুলো বেশ জীবন বাজি রেখে আমাকে জড়িয়ে রাখে। Happy
তখনি খাবার কমিয়ে দেই। কিন্তু তাতে আরেক ঝামেলা উঁকি দেয়। ঘরনীর ক্যাটর ক্যাটর। Tongue
আমি যে মোটা হয়ে যাচ্ছি এটা কেউ মানতেই রাজী না। Thinking
অথচ পাতলা-পুতলা শরীর নিয়ে জীবনটা কত মজার, তা কেমনে বুঝাই।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
281808
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Rolling on the Floor
১১
340593
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:০৮
282037
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
১২
342972
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৬
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : সাস্থ্য কমানোর একটা টিপস পেলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File