- নীতির ঠেলা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৬:২৩ দুপুর
সুরজ্ঞিতের লেজতো নেই বিড়াল কেন বলে
তারতো আছে দুইটা পা মানব মতোই চলে।
তার মুখটা চলতে দেখি কথার ফোটে খই
তবু কেন আমরা তাকে কালো বিড়াল কই?
আযম যখন বস্তা খোলে ছিল টাকার নোট
সেই টাকাতে ব্যাবসা করে সুরঞ্জিতের পুত।
এতক্ষণেই ঢুকল মাথায় কোথায় অন্ত্যমিল
কালো বিড়াল বস্তার ভেতর হাসছিল খিলখিল।
বোকা আযম জানতো যদি নীতির এমন ঠেলা
বিড়াল নিয়ে খেলতো কি আর অন্ধ রাতের বেলা!
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিড়াল নিয়ে খেলতো কি আর অন্ধ রাতের বেলা!
হাছা কথা ভাই।
শুভ কামনা।
পড়লাম, দোয়া করি ..
সাদা হইয়া গেছে
কালা আর নাই
এখন কইলে মরছেন
মন্তব্য করতে লগইন করুন