কোল বালিশ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ আগস্ট, ২০১৫, ০৩:৪৮:১১ দুপুর



কেউ ভাবেনা আমার কথা

কেউ বুঝেনা মন

আমার কেন ঘুরছে মাথা

ভন ভন ভন ভন।

সবাই যখন নিজের চরকায়

করছে যে তেল খুব মালিশ

আমার তখন শেষ ভরসা

একলা থাকার কোল বালিশ।


মা বলে কিরে খোকা

কি হয়েছে তোর?

বাবা বলে চাপটে দাও

থাকবেনা আর ঘোর!

সবাই যখন আমায় ধরে

করতে চাইছে খুব পালিশ

আমার তখন শেষ ভরসা

একলা থাকার কোল বালিশ।


ভাইয়া বলে আহারে

বোন বলে তাই নাকি!

মিরু বলে অসময়ে

তাল পাকিলে আামর কি?

সবাই যখন বুঝেও তবু

বলতে চাইছে কি ভাবিস!

আমার তখন শেষ ভরসা

একলা থাকার কোল বালিশ।


বি.দ্র. বাকপ্রবাস ফেবু আইডি ওপেন হচ্ছেনা, তাই অন্য আইডিটি সচল করা হল, আগ্রহীরা সংযুক্ত হতে পারেন Click this link

বিষয়: বিবিধ

১৩৬০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337558
২২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বইএর জন্য লেখা বাছাই কতদূর??
শিশুতোষ বই দিয়েই শুরু হোক!!

২২ আগস্ট ২০১৫ রাত ০৮:১৯
279225
বাকপ্রবাস লিখেছেন : বাকপ্রবাস ফেবু আইডি মনে লয় গেছে,ওপেন হয়না, একটা আইডি সামলাতে পারিনা আবার বই!!!!Rolling on the Floor Rolling on the Floor Tongue Crying Tongue
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:৪০
279228
আবু সাইফ লিখেছেন : দামী জিনিসই তো চুরি-ডাকাতি হয়,

বই হাতে পেলে আর ওসব করবেনা!
337566
২২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খবর টা দিমু??
কোল বালিশ এর ইঙ্গিত দিয়া আরেকটার শখ প্রকাশ করতেসে!!
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:২১
279226
বাকপ্রবাস লিখেছেন : আমনে খালি পেচকি লাগান, ছবিটা নিছি আমগো লিঙ্কন ভাই থেইকা, ভাইরে করান, আমি একটা সামলাইতে হিমশিম Rolling on the Floor Rolling on the Floor
337584
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : সেই রকম হইছে৷
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:২১
279227
বাকপ্রবাস লিখেছেন : সেই রকম ধন্যবাদ লইবেন
337637
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:০৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : কেউ ভাবেনা আমার কথা
কেউ বুঝেনা মন,
কেন আমার ঘুরছে মাথা
ভন্ ভনা ভন্ ভন্।


সুন্দর কবিতা, দারুণ লাগল। আমি কিন্তু কবিতা একেবারেই লিখতে পারিনা তবে পড়ে মজা পাই, আবৃতি করতে পারি। অনেক ধন্যবাদ
২৩ আগস্ট ২০১৫ রাত ০৩:৪৮
279315
বাকপ্রবাস লিখেছেন : হুম আপনার কারেকশান পড়েই বুঝা যায় আপনি আবৃত্তিতেও ঝানু হবেন.....
337674
২৩ আগস্ট ২০১৫ রাত ০১:৩১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্যাচেলরদের মনের কথা বলে দিলেন। ধন্যবাদ।
২৩ আগস্ট ২০১৫ রাত ০৩:৪৮
279316
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা আসলি ঠিক তাই,,,,,,,, ব্যচলরকথন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File