কোল বালিশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ আগস্ট, ২০১৫, ০৩:৪৮:১১ দুপুর
কেউ ভাবেনা আমার কথা
কেউ বুঝেনা মন
আমার কেন ঘুরছে মাথা
ভন ভন ভন ভন।
সবাই যখন নিজের চরকায়
করছে যে তেল খুব মালিশ
আমার তখন শেষ ভরসা
একলা থাকার কোল বালিশ।
মা বলে কিরে খোকা
কি হয়েছে তোর?
বাবা বলে চাপটে দাও
থাকবেনা আর ঘোর!
সবাই যখন আমায় ধরে
করতে চাইছে খুব পালিশ
আমার তখন শেষ ভরসা
একলা থাকার কোল বালিশ।
ভাইয়া বলে আহারে
বোন বলে তাই নাকি!
মিরু বলে অসময়ে
তাল পাকিলে আামর কি?
সবাই যখন বুঝেও তবু
বলতে চাইছে কি ভাবিস!
আমার তখন শেষ ভরসা
একলা থাকার কোল বালিশ।
বি.দ্র. বাকপ্রবাস ফেবু আইডি ওপেন হচ্ছেনা, তাই অন্য আইডিটি সচল করা হল, আগ্রহীরা সংযুক্ত হতে পারেন Click this link
বিষয়: বিবিধ
১৩৭৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বইএর জন্য লেখা বাছাই কতদূর??
শিশুতোষ বই দিয়েই শুরু হোক!!
বই হাতে পেলে আর ওসব করবেনা!
কোল বালিশ এর ইঙ্গিত দিয়া আরেকটার শখ প্রকাশ করতেসে!!
কেউ বুঝেনা মন,
কেন আমার ঘুরছে মাথা
ভন্ ভনা ভন্ ভন্।
সুন্দর কবিতা, দারুণ লাগল। আমি কিন্তু কবিতা একেবারেই লিখতে পারিনা তবে পড়ে মজা পাই, আবৃতি করতে পারি। অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন