দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় অবকাঠামো পুনর্বাসন, পানিসম্পদ ব্যবস্থাপনা, উন্নত সেবা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প হাতে নিয়েছে সরকার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ আগস্ট, ২০১৫, ০৩:০৩:২২ দুপুর
দক্ষিণাঞ্চলের পানি ব্যবস্থাপনায় সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও নেদারল্যান্ডস। এজন্য দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা শীর্ষক একটি প্রকল্প হাতে নিচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৮২ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৭৮ কোটি ৫৮ লাখ ১৩ হাজার এবং এডিবির ঋণ ও নেদারল্যান্ডসের অনুদান থেকে ৪০৩ কোটি ৫১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয় করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে অবকাঠামো পুনর্বাসন, পানিসম্পদ ব্যবস্থাপনা কার্যক্রমে সুবিধাভোগীদের অংশগ্রহণ ও উন্নত সেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন এবং সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে (এডিপি) বৈদেশিক সহায়তা প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দ ছাড়া প্রতিফলিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যেই প্রকল্পটি বাস্তবায়নে এডিবির সঙ্গে সরকারের নেগোশিয়েসন সম্পন্ন হয়েছে। তাই প্রস্তাবিত প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় অনুমোদন পেলে প্রকল্পটি পাঁচ জেলার ১৫ উপজেলায় ১১ উপ-প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হবে।
বিষয়: বিবিধ
৮৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন