মুসলিম হিসাবে হাশিম আমলাকে হিংসা করছি

লিখেছেন লিখেছেন শুভ কবি ২২ আগস্ট, ২০১৫, ০৩:৫৬:৩৭ দুপুর

গত কয়েকদিন আগে "খেলার পাতা" নামক ওয়েবসাইট ঘাটতেছিলাম। সেখানে সাউথ আফ্রিকান ক্রিকেটার আমলাকে নিয়ে একটা আর্টিকেল পড়ে অবাকের সাথে বিস্মৃত হলাম। যার তরজমা এমনঃ

১। সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড মদের কোম্পানি ক্যাসেলের সাথে চুক্তিযুক্ত। কিন্তু পৃথিবীর ইতিহাসে আমলা একমাত্র ব্যাক্তি ( ক্রিকেটার) যাকে প্রতি মাসে ৫০০ ডলার (প্রায় ৪০০০০টাকা) ফাইন গুনতে হয় যার একমাত্র কারন মদের এডভারটাইজিং যাতে না হয় সেজন্য ক্যাসেলের লগো না ব্যবহার করা।



২। খেলার পাশাপাশি পর্দার আড়ালে নগ্নতা, অশ্লীলতা, মাদকতা এবং পতিতাবৃত্তি,জুয়া আইপিএলকে ঘিরে এত বেশি পরিমানে কেন্দ্রাভুত বিধায় তিনি আইপিএল বর্জন করেছেন। ( সোবাহানআল্লাহ)



৩। পৃথিবীর জনপ্রিয় খেলোয়াড়দের মাঝে তিনি একজন হলেও তার স্ত্রীকে তিনি কখনোই হিজাবের বাহিরে আনেননি।



৪।আমলা খেলা চলাকালিন সময়েও রোযা রাখা বন্ধ করেননি। এমন কি তিন বছর আগে রোযার মাসে ওভালে ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে তার ট্রিপল সেঞ্চুরির ক্ষনেও তিনি রোযা রাখা অবস্থায় ছিলেন।



৫। ব্যাট হাতে খুনে ব্যাটসম্যান হলেও তার শুভ্র আচরন,অমায়িক ব্যবহার মুগ্ধ করেছে পুরা বিশ্বকে।



সত্যি বলতে আর্টিকেলটি পড়ে নিজেকে দুর্বল মুসলিম মনে হল। একজন ক্রিকেটার যার প্রতিটা মুহূর্ত কাটে মাঠে সেই লোক এত পুংখানুরূপে ইসলামি শিক্ষায় নিজেকে রঙিন করেছে। আর আমরা অধম মুসলিম ঘরে থেকেও শয়তানের হাতে নিজের মাথাকে শপে দিয়েছি।

বিষয়: বিবিধ

১৩৫৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337543
২২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৪
আফরা লিখেছেন : যে যে ভাবে চলতে চায় আল্লাহ তার জন্য সে রাস্তায় চলা সহজ করে দেন ।
২২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৯
279201
শুভ কবি লিখেছেন : আল্লাহ আমাদের চলার পথকে মসৃণ করুক
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:১২
279224
শেখের পোলা লিখেছেন : আফরামনি,তোমার উপস্থিত বুদ্ধি প্রশংসার যোগ্য৷ শুভেচ্ছা রইল৷
337547
২২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪৫
নাবিক লিখেছেন : love u Amla...
২২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৬
279202
শুভ কবি লিখেছেন : Love Struck
337550
২২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ক্রিকেট খেলার জগতে আমার দুই জন খেলোয়াড় প্রিয়
১- মোহাম্মদ ইউসুফ ইউহান্না- পাকিস্তানী
২- হাসিম আমলা- সাউথ আফ্রিকা
আল্লাহ তাদেরকে উত্তম আমলের কারনে দুনিয়াতে যেমন সম্মন দিয়েছেন আশা করি পরকালেও আল্লাহর ওয়াদা অনুযায়ী করবেন
সুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ
২২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৮
279203
শুভ কবি লিখেছেন : তবে ইউহানাকে মনে হয়েছে সে মানসিক ভাবে দুর্বল কেননা তিনি যখন খ্রিষ্টান ছিলেন তখন খ্রিষ্ট ধর্মের প্রতিও তাকে অধিক অনুরাগী দেখেছি Happy
337557
২২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৯
279449
শুভ কবি লিখেছেন : অলাইকুম আসসালাম, জাযাকাল্লাহHappy
337567
২২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হাশিম আমলার মত মানুষ সমস্যার ভিতরেও ইসলাম কে আগে রাখেন। আর আমরা ইসলামকে দূরে ঠেলে দিই।
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৮
279448
শুভ কবি লিখেছেন : শুধু কি তাই??? চিরুনি অভিযান চালায় পুলিশ ভয়ে আমরা ঘরে কোরআন রাখিনা!!!! এ লজ্জা কই রাখি Crying
337575
২২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : একেই বলে ঈমানের জোড়.... ভালো লাগলো অনেক ধন্যবাদ Rose
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৭
279447
শুভ কবি লিখেছেন : জাকাল্লাহ Happy
337583
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:১৩
শেখের পোলা লিখেছেন : আমলা তুমি যুগ যুগ জিও৷ আপনাকে ধন্যবাদ৷
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৭
279446
শুভ কবি লিখেছেন : আমাদের নিজেদেরও এমন হউয়া উচিত যেন আমরাও আদর্শ হতে পারি। আপনাকে ধন্যবাদ৷Happy
337675
২৩ আগস্ট ২০১৫ রাত ০১:৩৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, সুন্দর গবেষণা পূর্ণ লেখাটির জন্য।
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৫
279443
শুভ কবি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ Happy
337733
২৩ আগস্ট ২০১৫ সকাল ১১:০৩
হতভাগা লিখেছেন : এই আমলাকেই তার দাঁড়ির জন্য বেশ কয়েক বছর আগে টেন স্পোর্টস্‌ এর ধারাভাষ্যকার এবং সাবেক অস্ট্রলিয় ক্রিকেটার ডিন জোনস্‌ ''সন্ত্রাসী'' বলে মজা নিয়েছিলেন ।
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৫
279442
শুভ কবি লিখেছেন : জানতামনা। ধন্যবাদ (যদিও আপনার কমেন্ট মানেই কিছু অজানা ইনফরমেশন পাওয়া Winking )

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File