মুসলিম হিসাবে হাশিম আমলাকে হিংসা করছি
লিখেছেন লিখেছেন শুভ কবি ২২ আগস্ট, ২০১৫, ০৩:৫৬:৩৭ দুপুর
গত কয়েকদিন আগে "খেলার পাতা" নামক ওয়েবসাইট ঘাটতেছিলাম। সেখানে সাউথ আফ্রিকান ক্রিকেটার আমলাকে নিয়ে একটা আর্টিকেল পড়ে অবাকের সাথে বিস্মৃত হলাম। যার তরজমা এমনঃ
১। সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড মদের কোম্পানি ক্যাসেলের সাথে চুক্তিযুক্ত। কিন্তু পৃথিবীর ইতিহাসে আমলা একমাত্র ব্যাক্তি ( ক্রিকেটার) যাকে প্রতি মাসে ৫০০ ডলার (প্রায় ৪০০০০টাকা) ফাইন গুনতে হয় যার একমাত্র কারন মদের এডভারটাইজিং যাতে না হয় সেজন্য ক্যাসেলের লগো না ব্যবহার করা।
২। খেলার পাশাপাশি পর্দার আড়ালে নগ্নতা, অশ্লীলতা, মাদকতা এবং পতিতাবৃত্তি,জুয়া আইপিএলকে ঘিরে এত বেশি পরিমানে কেন্দ্রাভুত বিধায় তিনি আইপিএল বর্জন করেছেন। ( সোবাহানআল্লাহ)
৩। পৃথিবীর জনপ্রিয় খেলোয়াড়দের মাঝে তিনি একজন হলেও তার স্ত্রীকে তিনি কখনোই হিজাবের বাহিরে আনেননি।
৪।আমলা খেলা চলাকালিন সময়েও রোযা রাখা বন্ধ করেননি। এমন কি তিন বছর আগে রোযার মাসে ওভালে ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে তার ট্রিপল সেঞ্চুরির ক্ষনেও তিনি রোযা রাখা অবস্থায় ছিলেন।
৫। ব্যাট হাতে খুনে ব্যাটসম্যান হলেও তার শুভ্র আচরন,অমায়িক ব্যবহার মুগ্ধ করেছে পুরা বিশ্বকে।
সত্যি বলতে আর্টিকেলটি পড়ে নিজেকে দুর্বল মুসলিম মনে হল। একজন ক্রিকেটার যার প্রতিটা মুহূর্ত কাটে মাঠে সেই লোক এত পুংখানুরূপে ইসলামি শিক্ষায় নিজেকে রঙিন করেছে। আর আমরা অধম মুসলিম ঘরে থেকেও শয়তানের হাতে নিজের মাথাকে শপে দিয়েছি।
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১- মোহাম্মদ ইউসুফ ইউহান্না- পাকিস্তানী
২- হাসিম আমলা- সাউথ আফ্রিকা
আল্লাহ তাদেরকে উত্তম আমলের কারনে দুনিয়াতে যেমন সম্মন দিয়েছেন আশা করি পরকালেও আল্লাহর ওয়াদা অনুযায়ী করবেন
সুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন