চেতনাবিলাশ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ আগস্ট, ২০১৫, ০৮:৩৬:০০ রাত



জিন্দাকালে মুক্তমনা

মরলে কিন্তু বিজ্ঞানী

শাহবাগে চেতনা মিলে

আইবানি ভাই যাইবানি।

রাজাকারের নাতি মুক্তিযোদ্ধা

সাজু করে শয়তানি

জামা কাপড় খুলে বলে

মুক্তমনা হইবানি।


জাফর স্যারে কলাম লিখে

প্রাচী নাচে বাইদানি

আশামনির লিভটুগেদার

একটু মজা লুটবানি।

আবইবানি ভাই যাইবানি

মুক্তমনা হইবানি

শাহবাগের বিরানী

মাগনা খাইয়া চাইবানি।


বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334974
১০ আগস্ট ২০১৫ রাত ০৮:৪০
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : গতকাল বিকেলে পুলিশ সদর দপ্তরে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ব্লগারদের ‘সীমা লঙ্ঘন’ না করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ লেখালেখি করবেন না। এমন লেখালেখির প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা গুরুতর অপরাধ, এতে সর্বোচ্চ ১৪ বছরের সাজা হতে পারে।’ তিনি আরো বলেন, ‘লেখালেখির সময় আমরা যেন সীমা লঙ্খন না করি, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি মুক্তমনাদের সীমা লঙ্ঘন না করার আহ্বান করছি।’ - এতদিন পর প্রশাসনের বোধগম্য হওয়ায় ধন্যবাদ
334975
১০ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
334997
১০ আগস্ট ২০১৫ রাত ১১:০৩
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ভালো লাগলো
335014
১০ আগস্ট ২০১৫ রাত ১১:৩৬
নাবিক লিখেছেন : দারুণ+++++++
335064
১১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৮
এনামুল লিখেছেন : সুপার লাইক !
335153
১১ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৬
আহমেদ ফিরোজ লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ

চমৎকার ভাই....
335423
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩২
এম_আহমদ লিখেছেন : পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File