বিশ্ব ইসলামী আন্দোলন ও নেতৃবৃন্দের শিক্ষাগত যোগ্যতা (৪)

লিখেছেন লিখেছেন এরবাকান ১০ আগস্ট, ২০১৫, ০৭:৩৮:১৬ সন্ধ্যা

জামায়াতে ইসলামী পাকিস্তান

প্রতিষ্ঠাকাল : ১৯৪১

প্রতিষ্ঠাতা: সাইয়েদ আবুল আলা মওদুদী

বিশ্ব বিখ্যাত ইসলামী স্কলার এবং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ।যার সাহিত্য এবং বিশ্ববিখ্যাত তাফসীর তাফহীমুল কুরআন সারা বিশ্বের যুবকদের মাঝে চিন্তার বিপ্লব ঘটিয়েছে।



বর্তমান অবস্থা

পাকিস্তানের ৬স্থ বৃহত্তম দল (Vote 2.5 %), । বিশ্ব ব্যাপী রয়েছে এর শাখা প্রশাখা। রয়েছে শত শত ইসলামিক স্কলার। বিশ্ব বিখ্যাত ইসলামী অর্থনীতিবিদ প্রফেসর খুরশিদ আহমাদ জামায়াতে ইসলামী পাকিস্তানের নায়েবে আমীর।এই সংগঠনে রয়েছে অনেক বিশ্ববিখ্যাত স্কলার।

রাজনৈতিক দল সমূহের মধ্যে জামায়াতে ইসলামী পাকিস্তান এর সামাজিক কার্যক্রম সবচেয়ে বেশি। আল খিদমাহ ফাউন্ডেশন পাকিস্তানের অন্যতম বৃহৎ দাতা সংস্থা।

ইসলামী জমিয়াত তালাবা পাকিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় ইসলামী ছাত্র সংগঠন।

বর্তমান আমীর



বর্তমান আমীর হলেন সিরাজুল হক। তিনি একজন সু বক্তা এবং বয়সে তরুন। সমগ্র পাকিস্তানে তাঁর বিশাল সুনাম রয়েছে। তিনি পাকিস্তানের খাইবার পাখতুঙ্খা প্রদেশের অর্থমন্ত্রী। তাঁর অনাড়ম্বর জীবন যাপন সকলের কাছে জানা।

বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334971
১০ আগস্ট ২০১৫ রাত ০৮:২৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সিরিজের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ
334977
১০ আগস্ট ২০১৫ রাত ০৮:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো,অনেক ধন্যবাদ
334998
১০ আগস্ট ২০১৫ রাত ১১:০৪
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File