মুক্তমনা ব্লগারদের বিষয়ে এতদিন পর প্রশাসনের বোধগম্য হওয়ায় ধন্যবাদ

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১০ আগস্ট, ২০১৫, ০৮:৪৮:১৪ রাত

গতকাল বিকেলে পুলিশ সদর দপ্তরে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ব্লগারদের ‘সীমা লঙ্ঘন’ না করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ লেখালেখি করবেন না। এমন লেখালেখির প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা গুরুতর অপরাধ, এতে সর্বোচ্চ ১৪ বছরের সাজা হতে পারে।’ তিনি আরো বলেন, ‘লেখালেখির সময় আমরা যেন সীমা লঙ্খন না করি, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি মুক্তমনাদের সীমা লঙ্ঘন না করার আহ্বান করছি।’ -

যেসব ব্লগার মুক্তমনা পরিচয় দিয়ে ধর্মের বিরুদ্ধে লেখালেখি করে তাদের অপরাধী হিসেবে গণ্য করে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ব্লগাররা ব্লগে কী লেখেন সে বিষয়ে খোঁজ রাখবেন গোয়েন্দারা। যাঁদের ব্লগে ধর্ম বিষয়ে আপত্তিকর মন্তব্য, কটূক্তি পাওয়া যাবে তাঁদের গ্রেপ্তার করা হবে। গতকাল রবিবার আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া যারা ব্লগারদের হত্যা করেছে তাদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে

=

এতদিন পর মুক্তমনা বা নাস্তিক্যবাদে বিশ্বাসী ব্লগাদের ব্যাপারে প্রশাসনের বোধগম্য হওয়ায় ধন্যবাদ । এর সঙ্গে একথার কার্যকারীতা ও দেখতে চাই ।হেফাজতে ইসলাম সহ সমমনা ইসলামী দল সহ ধর্ম প্রান মুসলমানদের ও এটাইদাবী তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্হা নিতে। কিন্তু এ ব্যপারে সরকারের উদাসীনতার কারনে তা সম্ভব হচ্ছেনা ।

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334976
১০ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ
334983
১০ আগস্ট ২০১৫ রাত ০৯:১৩
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
334995
১০ আগস্ট ২০১৫ রাত ১০:৫৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আইজিপি একটু আইওয়াশ করলেন মাত্র
তবু আমরা আশান্বিত হতে চাই

কিন্তু তাঁর কথা সত্য হলে
হয়তো তাঁরও বিদায়ের সময় আসন্ন!!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
335012
১০ আগস্ট ২০১৫ রাত ১১:৩৪
নাবিক লিখেছেন : ধন্যবাদ
335037
১১ আগস্ট ২০১৫ রাত ০২:১৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিষয়টা ৫টা বছর আগে ওদের মাথায় এলে দেশে অনেক ঘটনা এড়ানো যেত। তারপরও অবশেষে বোধগম্য হওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ।
১১ আগস্ট ২০১৫ রাত ১০:৫৯
277218
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ঠিকই বলেছেন
১১ আগস্ট ২০১৫ রাত ১০:৫৯
277220
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ঠিকই বলেছেন
১১ আগস্ট ২০১৫ রাত ১০:৫৯
277221
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ঠিকই বলেছেন
১১ আগস্ট ২০১৫ রাত ১০:৫৯
277222
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ঠিকই বলেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File