‘জিহাদি বই’ শব্দটি ইসলামের ‘শত্রু’দের আবিষ্কার।
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২১ আগস্ট, ২০১৬, ০২:০৫:৩২ দুপুর
‘জিহাদি বই’ শব্দটি ইসলামের ‘শত্রু’দের আবিষ্কার।
‘জিহাদি বই’ শব্দটির এ রকম ব্যবহার 20/30 বছর আগেও ছিল না। আগে তফসির, ফিকাহ, হাদিস গ্রন্থ, ইসলামের ইতিহাস বই, ইসলামি রাষ্ট্রবিজ্ঞান বই, ইসলামি অর্থনীতির বই এভাবে বলা হতো। এখন বর্তমানে " ইসলামের ইতিহাস গ্রন্হ "এমন কি হাদিস বা তাফসীর গ্রন্হ কে জেহাদি বই হিসাবে চারিয়ে দেয়া হচ্ছে । এটা বড়ই দুঃখ জনক উদ্দেগের ব্যাপার
জিহাদ নানা ধরনের হতে পারে। যুদ্ধ বা জেহাদ তার একটি দিক মাত্র। নফসের বিরুদ্ধে, রিপুর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ হতে পারে।
যুদ্ব মুখে হতে পারে কলমের সাহার্য্যে হতে পারে ,কেননা অন্যায়ের বিরুদ্ধে কথা বলাও জেহাদ এ গুলো ও এক ধরনের জেহাদ, কেননা জেহাদের একটা অর্থ চেষ্টা করাও আছে সে হিসাবে কেউ সংসারের ব্যায় ভার বহন করার জন্য সন্তান সন্ততীর মুখে হাসি ফুটানোর দেশে-বিদেশে মাথার ঘাম পাতালে ফেলে হাড়ভাঙ্গা চেষ্টা মেহনত করছে ,সেটাও এক প্রকারের জেহাদ । তবে শত্রুর বিরুদ্ধে ঢাল-তলোয়ার অস্রসস্র দিয়ে মোকাবেলা করা জিহাদের চূড়ান্ত রূপ যুদ্ধ। এটা শুধু রাষ্ট্র করতে পারে, ব্যক্তিগত নয় -তাও এ যুগে আন্তর্জাতিক আইন মেনে করতে হয়। মুসলিম রাষ্ট্রগুলো আন্তর্জাতিক আইন মেনে নিয়েছে। ইসলাম বলেছে ওয়াদা-চুক্তি রক্ষা করতে হবে। এ কারণে কোনো মুসলিম রাষ্ট্র এখন যুদ্ধ/জেহাদ করতে চাইলেও করতে পারে না। যে কেউ এটা করে সে অন্যায় করে।
সে ইউরোপ আমেরিকাই করুক বা অন্য কোনো ইসলামি রাষ্ট্রই করুক।
সন্ত্রাস জিহাদ নয়, জিহাদ নয়, জিহাদ নয়। সন্ত্রাস সন্ত্রাসই ,সন্ত্রাসের সাথে ইসলামের দূরতম সম্পর্কও নেই ।ইসলাম কখনো সন্ত্রাস বা জঙ্গিবাদ কে প্রস্রয় দেনি দিবেওনা
বর্তমান জঙ্গিবাদ একটি কালচার যেমনি ভাবে নাস্তিক্যবাদ একটি কালচার ।এদুয়ের কোন দেশ জাতি বা ধর্ম নেই ।
বিষয়: বিবিধ
২২০৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহই ভাল জানেন - কখন না তারা আবার পবিত্র ক্বুরআন শরীফ ও হাদিসের বইগুলোকেও জিহাদি বই হিসেবে গেলানোর চেষ্টা করে কি না !
অপেক্ষা করুন আল্লাহর বিচারেরl
সেদিনের অপেক্ষায় থাকলামl
আল্লাহর কালামকে নিয়ে ফাজলামি করার পরিণতি হবে ভয়াবহl
টেনশন নিয়েন না।
খুব শীগ্রই শোলাকিয়ার ইমাম সাহেব এ ব্যপারে ফতোয়া নিয়ে হাজির হবেন।
মন্তব্য করতে লগইন করুন