- ছুটি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জুলাই, ২০১৫, ০২:০৯:৩৭ দুপুর
দেখতে দেখতে সময় যায় চলে
ধরতে ধরতে হয়না আর ধরা
আমিও লিখাব নাম বুড়োদের দলে
বৃষ্টিহীন লেগে যাবে খরা।
গুনতে গুনতে দিন মাস বছর
যাচ্ছে কেটে যে যার মতো
রাখবেনা কেউ কারও কোন খবর
যাচ্ছে চলে কত শত শত।
ব্যস্ত সবাই আছে ভীষণ তাড়া
থামছেনা কেউ আরো পথ বাকি
থামবে গাড়ী হলে পেট্রোল ছাড়া
সেই খবর বল ক'জন রাখি।
একটা গাড়ি মসজিদের বারান্দায়
নেই চাকা আছে চারটা খুটি
ডাকে আমায় রোজ ইশারায়
চলবে গাড়ি যখন হবে ছুটি।
বিষয়: বিবিধ
৮৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেই চাকা আছে চারটা খুটি
ডাকে আমায় রোজ ইশারায়
চলবে গাড়ি যখন হবে ছুটি।
স্মরণ করিয়ে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ . . "
মন্তব্য করতে লগইন করুন