★_রৌদ্র তাপে মরুর বুকে তপ্ত প্রবাসী_★

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৭ জুলাই, ২০১৫, ০২:২৪:৩১ দুপুর



রৌদ্র তাপে মরুর বুকে তপ্ত প্রবাসী

উদীপ্ত যুবক হাজারো লড়াইয়ে সংগ্রামী

সবকিছু ছেড়ে ছুড়ে জীবনের তাগিদে

ছিনিয়ে আনতে সোনালী দিনের রঙিন ঊষাকে।



শত শত দেশের লোকে আসে প্রবাসে

তাহার মাঝে অল্পবয়সী শুধু বাংলাদেশী

বাংলাদেশের সন্তানেরা মাথা তোলা দিলে

চিন্তাকরে কখন যাবে সোনার হরীন ধরতে।



বিশেষ করে যাদের সাথে প্রবাসীদের আছে সম্পর্ক ।

চেস্টা করে বিদেশ এসে টাকা রোজগার করুক দ্রুত।

কিছু কিছু প্রবাসী আসে উচ্ছৃঙ্খলা নিয়ে

দেশের মানসম্মান ডুবায় ওরা অন্যদেরকেও হতাস করে।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331944
২৭ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ Good Luck
২৮ জুলাই ২০১৫ সকাল ১১:৫২
274412
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকেওধন্যবাদGood Luck
331967
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:১৫
ফখরুল লিখেছেন : প্রতিটি লাইন ই বাস্তব।
কিছু কিছু প্রবাসী আসে উচ্ছৃঙ্খলা নিয়ে
দেশের মানসম্মান ডুবায় ওরা অন্যদেরকেও হতাস করে।


২৮ জুলাই ২০১৫ সকাল ১১:৫৩
274413
আবু তাহের মিয়াজী লিখেছেন : পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।Good Luck Good Luck Good Luck
332060
২৭ জুলাই ২০১৫ রাত ১০:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি করার আছে ভাই??
দেশে কিছুই নাই!!
২৮ জুলাই ২০১৫ সকাল ১১:৫৬
274414
আবু তাহের মিয়াজী লিখেছেন : কিছু উচ্ছৃঙ্খলা আসে দেশের মানসম্মান ডুবায় ওরা অন্যদেরকেও হতাস করে।এইদিন এক ঘটনা সুনলাম যে কেউ হতাস হবে শুনলে।

ধন্যবাদ ভাইজানGood Luck Good Luck Good Luck
332114
২৮ জুলাই ২০১৫ রাত ০২:৩৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এটাকি কবিতা নাকি গদ্য??


আমি প্রবাসী আমি লড়ার
জন্য প্রস্তুত....!
সংসারে শান্তি পেরাতে
হচ্ছি মরু আমে শান্তির দূত।

প্রবাসে পড়ে আছি
ভালোবেসে পরিবার,
পরিবার হাসতে
২৮ জুলাই ২০১৫ সকাল ১১:৫৯
274415
আবু তাহের মিয়াজী লিখেছেন : মনে যাহাই আসিয়াছে তাহাই লিখিয়াছি। তবে আমি কবিনা................
দন্যবাদ আপনাকে.............Good Luck Good Luck Good Luck
332115
২৮ জুলাই ২০১৫ রাত ০২:৩৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :

এটাকি কবিতা নাকি গদ্য??


আমি প্রবাসী আমি লড়ার
জন্য প্রস্তুত....!
সংসারে শান্তি পেরাতে
হচ্ছি মরু আমে শান্তির দূত।

প্রবাসে পড়ে আছি
ভালোবেসে পরিবার,
পরিবার হাসতে দেখলে
কেটে যায় সব মনের আঁধার।

হাসি দেখব বলে
কাঁদি দিনের পর দিন,
ভাবি বসে বসে
সংসার আছে অনেক ঋণ।

332138
২৮ জুলাই ২০১৫ সকাল ০৬:১০
শেখের পোলা লিখেছেন : পদ্যবা গদ্য যাই হোক যা বলতে চেয়েছেন তা বোঝাগেছে৷ ওতেই হবে৷ চেষ্টা চলুক৷
২৯ জুলাই ২০১৫ দুপুর ১২:৩২
274704
আবু তাহের মিয়াজী লিখেছেন : শ্রদ্ধেয় বড় ভাইকে হাজারো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

এতো বড় মাপের মন সবাইর থাকে যাহা আপনার মধ্যে ফেলাম।
আল্লাহ্‌ আপনাকে উত্তম হায়াতে জাযাদিন। আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File