বন্ধু তোর জন্য

লিখেছেন লিখেছেন নাবিক ২৭ জুলাই, ২০১৫, ০২:২৪:৪৯ দুপুর



বন্ধু.....

তোর জন্য এনে দেবো রোদেলা আকাশ, তোর জন্য বইবে আজ লিলুয়া বাতাস।

আমার বন্ধু "আফজাল" খুব শান্ত-শিষ্ট, নম্র-ভদ্র একটা ছেলে। আর খুব সরলও, দেখতে শুনতে রাজপুত্রের মতো (দেখতে অবশ্য আমিও খারাপ না রাজপুত্র না'হলেও মন্ত্রীপুত্র বা কোটালপুত্র বলে কাজ চালিয়ে দেয়া যাবে। হেঃহেঃহেঃ নিজের ঢোল নিজেই পিটায়া দিলাম আরকি!)

যাইহোক ও আমার "জানেমন দোস্ত" যাকে বলে একেবারে সেরকম বন্ধু।

কিছুক্ষণ আগে আমায় ফোন দিয়ে মিনমিনে গলায় বললো, "দোস্ত তুই কই আছিসরে? একটু বাসায় আসবি,মনটা খুব খারাব।"

প্রিয় বন্ধুর মন খারাপ শুনে আমারো মনটা খারাপ হয়ে গেলো।

মন ভালো নেই,

বলনা কিছুতেই।

তবু বুঝে নেবে?

কে আছে?

দেখো কেউ কাছে নেই,

তবু তুমি এগুবেই।

ভাঙ্গা পথ-

সাথী কে হবে?

যদি কখনো আমায়, মনে পড়ে যায়।

খোলো দুয়ার আকাশের, আমি তারাময়।

যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়,

সাগর হয়ে আজ জড়াবো তোমায়।

আমার মন খারাপ হলেই তপুর এই গানটা শুনি। যাক সে কথা, বন্ধুর মন খারাপ কারণ কি সেটা জিজ্ঞেস করতেই বললো, তুচ্ছ একটা ব্যাপার নিয়ে চারদিন যাবত "নিতু" ওর সাথে কোনো রকম যোগাযোগ করছেনা।

ফোন অফ, ফেবুতেও আসেনা।

এই 'নিতু'টা হলো আমার বন্ধুর GF মানে মেয়েবন্ধু, সোজা কথায় প্রেমিকা আরকি। ওদের প্রেমের বয়স প্রায় পাঁচ বছর সেই ক্লাস টেন থেকে দু'জনার প্রেম। ওদের প্রেম দেখে মাঝে মাঝে ভাবি আহা! কেন'যে আমি একটা প্রেম করতে পারলামনা!

but আমার দেবদাস বন্ধুদের দেখলেই সেই ইচ্ছেটা উবে যায়। মনে হয় এইতো আছি বেশ। ওদের মতো দেবদাস হয়ে আমি 'রসিদা' বিড়ি ফুঁকতে পারবোনা।

আমার আরেক বন্ধু "জাফর" আমাদের চোখের সামনে ছেঁকা খেয়ে ছেলেটা ডিজিটাল দেবদাস হয়া গেলো, দারুণ ক্রিকেট খেলতো পারতো, এখন খেলাটেলা সব বন্ধ, সারাদিন ঘরে বসে কম্পুতে "তো ফের আওও মুজকো সাঁতাও, তো ফের আওও মুজকো রোঁলাও, টাইপের স্যাড সং শোনে। কে যেন একবার বলেছিলো আহা! প্রেম কতো সুন্দর, কিন্তু নিয়তি এমন কেন? ওর অবস্হা দেইখা সেটাই শুধু ভাবি।

আফজলকে নিয়ে তাই আমি খুব ভয়ে ভয়ে আছি নিতু মাইয়্যাটার ভাবসাব ইদানিং খুব একটা ভালো ঠেকছেনা আমার কাছে। প্রেম করার জন্য আফজালের মেয়ের অভাব অবশ্য কোনো কালেই ছিলোনা আর অভাব হবেও না। ওর হিরোর মতো চেহারা আর মায়াবী চোখের দৃষ্টি দেইখা যে কোনো মেয়েই নিমিষে প্রেমে পড়ে যায়।

কিন্তু ও যাকে বলে একেবারে 'মজনু' টাইপের প্রেমিক 'নিতু' ছাড়া অন্য মেয়ের দিকে ফিরেও তাকায় না।

প্রিয় বন্ধুর মন খারাপ ওর মন ভালো করতে হবে যে ভাবেই হোক। আমাদের এলাকা থেকে ৬ কিলোমিটার দূরে একটা গ্রাম আছে ঐ গ্রামের নাম "সূর্যপুর" কিন্তু আমরা বন্ধুরা মিলে নাম দিয়েছি "মনভালোপুর" ওখানে ভীষণ সুন্দর একটা জায়গা আছে সেখানে কিছুক্ষণ বসে থাকলে মন ভালো হয়ে যায় যে কারও, এজন্যই এমন নাম দিয়েছি আমরা।

ওরে নিয়া ঐখানেই যাবো।

বাবা অফিসে আছে, নইলে মটরসাইকেল নিয়ে আরামসে যাওয়া যেতো। এখন নিত্যকার সঙ্গী বাইসাইকেল দিয়েই যেতে হবে। নো প্রবলেম বন্ধুর জন্য এইটুকু কষ্ট করতেই পারি।

তার আগে নিতু মাইয়্যাটার খোঁজ-খবর বের করতে হবে। আমার বন্ধুর সাথে এমন ব্যবহার করার কোনো অধিকার তার নাই।

ওরে একটা শিক্ষা দিতে হবে, কি শিক্ষা দেবো তাও মনে মনে ঠিক করে ফেলেছি। আমার বন্ধু সহজ সরল হতে পারে but আমি না। হুম....

বিষয়: বিবিধ

২০৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331941
২৭ জুলাই ২০১৫ দুপুর ০২:৪০
আবাবীল লিখেছেন : আহা! প্রেম কতো সুন্দর, কিন্তু নিয়তি এমন কেন?
২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
274278
নাবিক লিখেছেন : হুম ভাববার বিষয়
331953
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:০১
হতভাগা লিখেছেন : মেয়েদের ব্যাপারে চেহারাই মুখ্য হলেও ছেলেদের ব্যাপারে চেহারা মোটেই ডিসাইসিভ পয়েন্ট না ।

ছেলেদের ব্যাপারে প্রথমেই যেটা আসবে সেটা হল - ছেলের টাকা কি পরিমান আছে সেটা ।

নিতু মাইয়্যাটা মনে হয় সেরকম কারও সন্ধান পেয়ে গেছে বলে আফজালকে আর পাত্তা দিচ্ছে না ।


২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
274279
নাবিক লিখেছেন : ইয়া মাবুদ! আপনার কথা যেন সত্য না হয়, আমি সেই আশাই করি হতভাগা ভাই।
338237
২৮ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫১
নাবিক লিখেছেন : [a]হুম[/a]
338238
২৮ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫৩
নাবিক লিখেছেন : C

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File