নাবিকের ছড়া-টরাঃ- বৃষ্টি এলো
লিখেছেন লিখেছেন নাবিক ০৩ জুলাই, ২০১৭, ১০:৪২:৪৯ রাত
বৃষ্টি এলো, বৃষ্টি এলো
ভ্যাপসা গরম কেটে গেলো
নাবিক ভায়া স্বস্তি পেলো
খুশি মনে ঘুম দিলো!
সারা রাত্রি টিনের চালে
বাজলো নূপুর বৃষ্টির জলে
মহা সুখে নাক ডাকালো
ঘুমটা হলো ভীষণ ভালো!
ঘুম ভাঙলো সকাল বেলা
দেখলো জেগে বৃষ্টির খেলা
ঘরের ভিতর অথই জল
তাই'না দেখে নাবিক ভায়ার
চক্ষু টলোমল!!!
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন