এ যেন এক আগুনের শহর ! আগুন আতংক ভ্যান এ্যাটাক এসিড সংন্ত্রাস ! মহা আতংকে কমিউনিটি !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৪ জুলাই, ২০১৭, ০২:৫৪:১৮ রাত

এ যেন এক আগুনের শহর ! আগুন আতংক ভ্যান এ্যাটাক এসিড সংন্ত্রাস ! মহা আতংকে কমিউনিটি !

লন্ডন তথা বৃটেনে দিন দিন বেড়েই চলছে অপরাধ প্রবনতা !

অল্প কিছু দিনের ব্যবধানে লন্ডনে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে । ম্যানচেষ্টারে লাইভ কনর্সাটে হামলার কিছু দিন পর লন্ডন ব্রিজে অর্তকিত ভ্যান এ্যাটাকের আতংক যেতে না যেতেই হঠাত্ করে শুরু হয়েছে আগুন আতংক । এ যেন এক আগুনের নগরী ! লন্ডন গ্রীনফিল টাওয়ারে আগুনে পুড়ে শত মানুষ ছাই হয়ে গেলো ।

আমার দেখা স্বরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকান্ড । শত মানুষ অগ্নিদগ্ধ হয়ে এখনো মৃত্যুর মুখে । মৃত্যের সঠিক পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি ।

গ্রীনফিল টাওয়ার ট্রাজেডি শেষ না হতেই পূর্ব লন্ডনের শেডওয়েলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । তারপর লন্ডনের ভেকটোরিয়া পার্কের পাশে একটি বাড়িতে আগুন লেগে অনেকে আহত হয়েছে।

গত রবিবার আবার পূর্বলন্ডনের বেথনালগ্রীনে আগুন লেগে একটি বাড়ি পুড়ে যায় । আজ সোমবারও এক বাড়িতে আগুন লেগে পুড়ে একজনের মৃত্যু ।

এদিকে রমজান মাসে লন্ডনের ফিন্সরেবী পার্ক মসজিদে তারাবির নামাজ পড়ে আসার পথে মুসল্লীদের উপর অর্তকিতভাবে গাড়ি উঠিয়ে দেয়া হয় এতে ঘটনাস্থলে একজন বাংলাদেশী প্রান হারান ও ১৫/১৬ জন আহত হন ।



তাছাড়া সম্প্রতি মাথা চাড়া দিয়ে উঠছে এসিড সংন্ত্রাসের মতো ভয়াবহ অপরাধ । গ্রীনফিল টাওয়ারের মৃত স্বজনদের আহাজাড়িতে ভারি হয়ে উঠছে চারদিক । তার রেশ না যেতেই একের পর এক অগ্নিকান্ড ভ্যান এ্যাটাক ও এসিড আতংকে মানুষ ।

আগুন যেন নিত্যদিনের সাথী হয়ে যাচ্ছে । সম্প্রতি পূর্ব লন্ডনেই ঘটছে এসব ঘটনা । তারপরও টনক নড়ছে না টাওয়ার হ্যামলেটস্ মেয়র জন বিগসের ।

আগুন আতংক ধেয়ে বেড়াচ্ছে পূর্ব লন্ডনে ।

বিষয়: বিবিধ

৯৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383498
০৪ জুলাই ২০১৭ রাত ০৮:৪৭
হতভাগা লিখেছেন : গত কয়েক শতাব্দী বৃটেনের লোকেরা সারা পৃথিবীতে এর চেয়েও ভয়াবহ ফ্যাসাদ বাঁধিয়ে রেখেছিল ।

বৃটেনের কাছ থেকে লুটে নেবার মত কি কিছু আছে ? তার চাকর বাকরেরা তো এখন তার চেয়েও ধনী ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File