একটি রাজন হত্যা এবং একটি গর্ভের সন্তান গুলিবদ্ধ - আমাদের দ্বিমুখী চরিত্র
লিখেছেন লিখেছেন এনামুল ২৭ জুলাই, ২০১৫, ০১:১১:১৮ দুপুর
এখন আর কেউ রাজনের খুনিদের বিচার দাবির মত তাদের কাভার ফটো চেঞ্জ করবে না। কেউ কোন ইভেন্ট খুলবে না। শাহবাগে কোন মানববন্ধন হবে না। দালাল মিডিয়া, সুশীলরা এখন ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে থাকবে।
বলছিলাম দুইটা নির্মম বর্বরতার কথা। কয়েককদিন আগে খুন হওয়া কিশোর রাজন আর মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়া মেয়েটার কথা। ঘটনার একপাশটা সেইম, দুজনেই বাচ্চা/নিষ্পাপ কিন্তু ঘটনার আরেকদিক??
সেদিনের খুনিরা ছিল সাধারন মানুষ, আর এখন ছাত্রলীগ!! তাইতো আমাদের যত নীরবতা। যত ঘুমের বড়ি খাওয়া!!
দুনিয়াতে আসার পূর্বেই সবচেয়ে নিরাপদ স্থান, মাতৃগর্ভে থেকেই গুলিবিদ্ধ হয়ে আমাদের কৃতকর্মের সাক্ষী হয়ে রইল মেয়েটি। ক্ষমা করে দিও
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন