মুসলমানদের জন্য কারো মৃত্যু সংবাদে R.I.P বা Rest In Peace বলা
লিখেছেন লিখেছেন এনামুল ২৯ জুলাই, ২০১৫, ১২:২৫:২১ দুপুর
আট শতাব্দীর পূর্বে কোন সমাধিস্তম্ভে R.I.P বা Rest In Peace লেখা দেখতে পাওয়া যায় নি। আঠারো শতাব্দীর পরে খ্রিষ্ঠানরা High Church Anglicans এবং রোমান ক্যাথলিকদের সমাধিস্তম্ভে এটি ব্যাবহার করতে আরম্ভ করে। এটি একটি ল্যাটিন আশীর্বাদমুলক কথা “requiescat in pace” থেকে এসেছে যার অর্থ “may he begin to rest in peace” ।
Datuk Othman Mustapha ( Department of Islamic Development Malaysia) বলেন এটি অমুসলিমদের সংস্কৃতি ও তাদের জন্য প্রচলিত। মুসলমানদের এটি ব্যাবহার করা উচিত নয় ।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আমীন
বিষয়: বিবিধ
১৫৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অদ্ভুত সব ব্যাখ্যা।
আমি বলছিনা RIP বলা সওয়াবের জিনিষ।
কিন্তু সবকিছু নিয়া হুদাই তেনা পেচানোর কি মানে?
পৃথীবিতে হাজারো চরম অন্যায় অবিচার হচ্ছে সেসব নিয়ে বেশী করে মাথা ঘামানো উচিৎ।
অনুসারী হবে তার হাশর বিধর্মীদের সাথে হবে। (আবু
দাউদ)
মন্তব্য করতে লগইন করুন