- আগে যদি জানতামরে বন্ধু

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জুলাই, ২০১৫, ১২:৩২:৫৭ দুপুর

আগে যদি জানতামরে বন্ধু

দিতাম কি ফিরিয়ে!

এমন করে ঝাল মিটিয়ে

দিতি কি আর ঝুলিয়ে!

আমি কি আর জানতামরে বন্ধু

তোর এতো জ্বালা

ফিরিয়ে কি দিতাম আর

কাল নাগিনীর মালা।


এখন কি আর আছে যৌবন

নাই জীবনের আয়েস

আমার গলায় ফাঁসের দড়ি

মিটিয়ে নে তোর খায়েস।

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332499
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহারে আমাদের ভাবি হইত!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File