জলাবদ্ধতার রাজনীতি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জুলাই, ২০১৫, ০৬:৫৯:৩১ সন্ধ্যা
টাখনু গিরায় পানি
নেতা তখন হাসে
চলে যাবে বাপু
দেখ অনায়াসে।
হাটু ধরে পানি
নেতা কুচকায় ভুরু
বৃষ্টি কখন থামে
কাঁপে বুক ধুরু।
কোমর ছোয় পানি
নেতা এবার কাঁদে
ভোটের খেলা শেষ
প্রতিশ্রুতির ফাঁদে।
বুকে গলায় পানি
নেতা মেলায় সুর
ভোট দিলে এবার
জলবদ্ধতা দূর।
বিষয়: বিবিধ
৭৬৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আইজ্জা নতুন মেয়র সাবে কইছেন!
বুদ্ধি আঁটে আওয়াম দলে,
খাইবো ইলিশ আপন মিলে
নদী নালা ডুবে গেলে।
তারাও যেদিন ডুববে
মন্তব্য করতে লগইন করুন