ভালোবাসার বিড়ম্বনা! খারাপ বাসার বিড়ম্বনা!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৬ জুলাই, ২০১৫, ০৬:২২:৪৫ সন্ধ্যা

শৈশবেও সে ছিল কিন্তু তখন তাকে ভালোবাসতে শিখিনি; তখন তাকে সাথী করে কখনো বিলে কখনো ঘরের উঠোন ঘেঁষে প্রবাহমান খাল থেকে মাছ ধরেছি, কখনো পুকুরে ঝাপ দিয়েছি, তার পরশে শিক্ত হয়েছি, কিন্তু তখনেো তাকে ভালোবাসতে শিখিনি। বরং বিরক্ত হয়েছি, যখন বিশেষ বিশেষ দিনে আমাকে ঘরে আবদ্ধ রেখে শুধু তার ‍রূপ দেখাতে চাইতো। তার রূপের দিকে নজর দেয়ার মানসিকতা তখনো আমার তৈরী হয়নি। বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেয়ার ফন্দি ফিকির করতাম তখন।

যৌবনের শুরুতে প্রবাসী হয়ে তাকে ভালোবাসতে শিখেছি, শৈশবের অবহেলার জন্য বার বার স্যরি বলে তাকে খুঁজেছি হন্যে হয়ে, ‍কিন্তু দেখা পাইনি একটিবারের জন্যও। কখনো পথ ভুলে এক ঝলক দেখা দিয়ে আরো বাড়িয়ে দিতো বিরহের বিড়ম্বনা। প্রবাসের পূর্ণতায় যখন তার ডাকে যখন তখন সাড়া দেয়ার যোগ্য হয়েছি, তখন তার প্রতিটি আগমনি বার্তা পেয়ে ফিরে আসি প্রবাস থেকে। এবারও এসেছি, দেখছি আমার প্রিয় বৃষ্টির অপরূপ রূপ। কিন্তু আমি যে ভালোবাসার বিড়ম্বনায় হাবুডুবু খাচ্ছি! বন্ধুরা বলেছিলেন, একটু সবর করেন, বিরক্ত কাহাকে বলে কত প্রকার ‍ও কি কি তা সে আপনাকে হাতে কলমে বুঝিয়ে দেবে।

হে আমার প্রিয় বৃষ্টি! বিশ্বাস করো, তোমার আগমন আর দীর্ঘ অবস্থান আমাকে এখনো বিরক্ত করেনি একটুও। কিন্তু আমার বন্ধুরা! তোমার দীর্ঘ অবস্থানের কারণে আমার বন্ধুদের নিচ তলার ভালো বাসাগুলো খারাপ হয়ে গেছে, বন্যার পানিতে। অনেকের আয়ের পথ বন্ধ। দোষ তোমার নয়, আমাদের অপরিকল্পিত নগরায়ণ আর পকেটমার নেতাদের। খাল এং নালা-নর্দমা ঠিক ঠাক রাখার সিংহভাগ বাজেট তাদের পেটে।

পকেটমার চোরদের কিছু বলার ক্ষমতা আমার নেই। তাই তোমার প্রতি অনুরোধ, তুমি দয়া করে তোমার রবকে বলো, যেন তোমাকে একটি সময়ের জন্য ফিরিয়ে নেন, আবার ফিরিয়ে দেন প্রয়োজন মাফিক। ভালো থেকো, ফী আমানিল্লাহ্।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331741
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
এ,এস,ওসমান লিখেছেন : ভেবেছিলুম একটা প্রেম কাহিনী পড়মু কিন্তু পড়লুম বৃষ্টি কাহিনী Tongue Tongue Broken Heart Broken Heart Broken Heart
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫৬
274490
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইহাও একটি প্রেম কাহিনী বটে! Happy
331742
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা যেখানে তাকে ভালবাসে সেখানে বছরে একবারও যায়না। আর যারা তাকে যন্ত্রনা মনে করে তাদের ঘাড়ে চেপে বসে!!!
এই হলো দুনিয়া.....
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫৭
274493
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইহা আল্লাহর রহমত। ভালো না বেশে উপায় নাই। কিন্তু অন্যের দায় সে বহন করে বেড়াচ্ছে!
331743
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫৭
274494
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ, ভাই।
331748
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
নজরুল ইসলাম টিপু লিখেছেন : এ,এস,ওসমান লিখেছেন : ভেবেছিলুম একটা প্রেম কাহিনী পড়মু কিন্তু পড়লুম বৃষ্টি কাহিনী হা হা হা, মজাদার প্রেম কাহিনী
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫৮
274496
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইহাও একটি প্রেম কাহিনী বৈ কি!Happy
331752
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা, ভাইয়া আপনার শুরুটা অসাধারণ হয়েছে, সব মিলিয়ে খুব ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে। সবাইকে সালাম দিয়েন।
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫৯
274497
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়া আলাইকুম সালাম, মামুন ভাই। ভালো তো?
331757
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অপূর্ব, অনন্য..রহস্য ভরা ছিল কিন্ত্ত..ধন্যবাদ।
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫৯
274498
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ,মাছুম ভাই।
331774
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : কত টাকা খরচের পই এমন এএকটা পকেট মারের পদ কিনতে পাওয়া যায়৷ তারা ব্যসায় লোকসান করবে কেন৷ বরং আপনার প্রয়সীকে যিনি ঠেলে পাঠাচ্ছেন তাকে বার বার অনুরোধ করুন৷
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:০০
274499
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি ভাই, তাই করেছি। ধন্যবাদ অনেক অনেক।
331836
২৬ জুলাই ২০১৫ রাত ১১:৩৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রথমে মনে হচ্ছিল একি? পরে বৃষ্টির কথা জেনে থমকে গেলাম, ভালো লাগলো সুন্দর উপস্থাপনায় বৃষ্টিময় মোহ....
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:০১
274500
মোহাম্মদ লোকমান লিখেছেন : সুন্দর মন্তব্য পেয়ে সত্যিই আপ্লুত হলাম। জাযাকাল্লাহ খাইরান।
331844
২৭ জুলাই ২০১৫ রাত ১২:১৬
আফরা লিখেছেন : খুব সুন্দর হয়েছে ভাইয়া !!
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:০১
274501
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
১০
332101
২৮ জুলাই ২০১৫ রাত ১২:৫৭
আবু জারীর লিখেছেন : এটা যে কোন তরুণীর সাথে প্রেমের গল্প না তা বুঝেছিলাম শুরুতেই কিন্তু তা যে বৃষ্টি তা ভাবিনি ঘুর্ণাক্ষরে।

ধন্যবাদ বদ্দা।
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:০৩
274502
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, কবির ভাই।
১১
333599
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! অসাধারণ লাগলো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File