ভালোবাসার বিড়ম্বনা! খারাপ বাসার বিড়ম্বনা!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৬ জুলাই, ২০১৫, ০৬:২২:৪৫ সন্ধ্যা
শৈশবেও সে ছিল কিন্তু তখন তাকে ভালোবাসতে শিখিনি; তখন তাকে সাথী করে কখনো বিলে কখনো ঘরের উঠোন ঘেঁষে প্রবাহমান খাল থেকে মাছ ধরেছি, কখনো পুকুরে ঝাপ দিয়েছি, তার পরশে শিক্ত হয়েছি, কিন্তু তখনেো তাকে ভালোবাসতে শিখিনি। বরং বিরক্ত হয়েছি, যখন বিশেষ বিশেষ দিনে আমাকে ঘরে আবদ্ধ রেখে শুধু তার রূপ দেখাতে চাইতো। তার রূপের দিকে নজর দেয়ার মানসিকতা তখনো আমার তৈরী হয়নি। বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেয়ার ফন্দি ফিকির করতাম তখন।
যৌবনের শুরুতে প্রবাসী হয়ে তাকে ভালোবাসতে শিখেছি, শৈশবের অবহেলার জন্য বার বার স্যরি বলে তাকে খুঁজেছি হন্যে হয়ে, কিন্তু দেখা পাইনি একটিবারের জন্যও। কখনো পথ ভুলে এক ঝলক দেখা দিয়ে আরো বাড়িয়ে দিতো বিরহের বিড়ম্বনা। প্রবাসের পূর্ণতায় যখন তার ডাকে যখন তখন সাড়া দেয়ার যোগ্য হয়েছি, তখন তার প্রতিটি আগমনি বার্তা পেয়ে ফিরে আসি প্রবাস থেকে। এবারও এসেছি, দেখছি আমার প্রিয় বৃষ্টির অপরূপ রূপ। কিন্তু আমি যে ভালোবাসার বিড়ম্বনায় হাবুডুবু খাচ্ছি! বন্ধুরা বলেছিলেন, একটু সবর করেন, বিরক্ত কাহাকে বলে কত প্রকার ও কি কি তা সে আপনাকে হাতে কলমে বুঝিয়ে দেবে।
হে আমার প্রিয় বৃষ্টি! বিশ্বাস করো, তোমার আগমন আর দীর্ঘ অবস্থান আমাকে এখনো বিরক্ত করেনি একটুও। কিন্তু আমার বন্ধুরা! তোমার দীর্ঘ অবস্থানের কারণে আমার বন্ধুদের নিচ তলার ভালো বাসাগুলো খারাপ হয়ে গেছে, বন্যার পানিতে। অনেকের আয়ের পথ বন্ধ। দোষ তোমার নয়, আমাদের অপরিকল্পিত নগরায়ণ আর পকেটমার নেতাদের। খাল এং নালা-নর্দমা ঠিক ঠাক রাখার সিংহভাগ বাজেট তাদের পেটে।
পকেটমার চোরদের কিছু বলার ক্ষমতা আমার নেই। তাই তোমার প্রতি অনুরোধ, তুমি দয়া করে তোমার রবকে বলো, যেন তোমাকে একটি সময়ের জন্য ফিরিয়ে নেন, আবার ফিরিয়ে দেন প্রয়োজন মাফিক। ভালো থেকো, ফী আমানিল্লাহ্।
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই হলো দুনিয়া.....
ধন্যবাদ বদ্দা।
মন্তব্য করতে লগইন করুন