<><><><><><><><><><><><><><><><><><><><><> ৫ই জানুয়ারী বাংলাদেশ হেরেছিল- কিন্তু জিতেছিল আওয়ামিলীগ <><><><><><><><><><><>><><><><><><><><><>
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৬ জুলাই, ২০১৫, ০৭:১৬:৫৪ সন্ধ্যা
দুষ্টলোকেরা বলবে বাংলাদেশ যদি হেরেই যায় তবে সেখানে আওয়ামিলগি জিতে কি ভাবে ?
আমি বলব বাংলাদেশ এখন দুইটা অংশে ভাগ হয়ে গেছে একটি অংশে জনগন আর একটি অংশে আওয়ামিলীগ , পুলিশ লীগ , বিজিবি লীগ ,র্যাব লীগ এবং অন্যান্ন সুবিধাভোগি লীগ।
আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে রাস্তাঘাটে দোকান দাকানে গাড়ি ঘোড়ায় চলাফেরা করেন তবে শুনতে ও দেখতে পাবেন লোকজনের ভিতর কেমন চাপা ক্ষোভ হাসির সরকারের প্রতি।
শুধু হাহাকার আর বন্দিদের অবস্থার ন্যায় আফসুস ছাড়া আর কোন কথা লোকজনের মুখে শুনতে পাবেন না।
কেহ ভয়ে মুখ খোলে না আবার কেহ মুখ খুললেও আশপাশের লোকের দিকে নজর করে কথা বলে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কোন একটা বন্দি শিবিরে লোকজন বন্দি আর তাদের চারপাশে গোয়েন্দাদের লোকজন ঘুরাঘুরি করতেছে তাই সবাই আতংকিত।
কোন লোকজন যেখানে মনের খুশিতে কোন কিছু করতে পারতেছেনা সেখানে ন্যার্য হকের প্রতিবাদ তো বহু দুরের কথা !!!
সরকারের সমালোচনা করলে দেশদ্রহিতার মামলা ঠুকছে অধিকারের আন্দোলন করলে পুলিশ দিয়ে ঠেংগিয়ে জেলে পুরছে সেই রকম অবস্থায় বাংলাদেশকে জিতার কথা !! এই জিতাতো শুদু মাত্র আওয়ামিলীগ এর জিতা ...................................
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন