- তুমি বললে হ্যালো

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জুলাই, ২০১৫, ০৬:৪০:১৯ সন্ধ্যা



তুমি বললে হ্যালো মন ভালো হয়ে গেলো

মেঘ জমেছিল যা দূরে চলে গেলো।

তুমি বললে হ্যালো কবে আসবে বলো?

চলে আসবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।

"তোমার আছে বায়না চিরুনি লিপস্টিক আয়না

খেলনার উড়োজাহাজ আর কিছুই চাইনা"

তুমি বললে হ্যালো কবে কিনে দেবে বলো?

কিনে দেবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।


তুমি বললে হ্যালো তাই মন ভালো হয়ে গেলো

সবই দেব আর কি চাই দেখি বলো বলো বলো।

" লাগবেনা কিছুই আর তুমি আসলেই হলো"

চলে আসবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330519
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিছু খইতাম ন!
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
272740
বাকপ্রবাস লিখেছেন : তাইলে সেমায় খাওয়ানো যায় হা হা হা
330522
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
আবু জারীর লিখেছেন : মিথ্যা বলা হবে কেন
চলে গেলেইত হল।
২০ জুলাই ২০১৫ রাত ০৪:০৭
272957
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক শ্রদ্ধেয় আবু জারীর ভাই
330528
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
দুষ্টু পোলা লিখেছেন : দারুণ তো আপনার মেয়ে Love Struck
২০ জুলাই ২০১৫ রাত ০৪:০৭
272958
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক
330530
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
আফরা লিখেছেন : ভাইয়া মেয়ে তো নয় যেন ডানা কাটা পরী । এখন থেকেই একটু সর্তক হয়ে যান ।

১৮ জুলাই ২০১৫ রাত ০৮:০২
272750
দুষ্টু পোলা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২০ জুলাই ২০১৫ রাত ০৪:০৯
272959
বাকপ্রবাস লিখেছেন : দুষ্টু পোলা হাসে ক্যারে?

খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক দুজনকেই
330536
১৮ জুলাই ২০১৫ রাত ০৮:৪৯
বৃত্তের বাইরে লিখেছেন : কোরবানে যাই প্রতি বছর একটা না হয় গেল
মিথ্যা নয় ইহা সত্যি বলা হল Happy
--ঈদ মোবারাক!
২০ জুলাই ২০১৫ রাত ০৪:১০
272960
বাকপ্রবাস লিখেছেন : ছুটি তো দেবেনা তাই এ বছর যাওয়া হবেনা

খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক রইল
330557
১৯ জুলাই ২০১৫ রাত ১২:০৮
ছালসাবিল লিখেছেন : উ মা মা মা মা মা মা মা মা মা মা মা মা রে Hot
২০ জুলাই ২০১৫ রাত ০৪:১০
272961
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক
330560
১৯ জুলাই ২০১৫ রাত ১২:৫০
রক্তলাল লিখেছেন : এই প্রিন্সেস টা কে ভাই। খুব কিউট Happy

মিথ্যা বলবেন কেন... যেতে সমস্যা কি। যাই হউক আশা করি যেতে পারবেন Happy ঈদ মোবারক

২০ জুলাই ২০১৫ রাত ০৪:১০
272962
বাকপ্রবাস লিখেছেন : আমার মেয়ে উমামা, খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক
330570
১৯ জুলাই ২০১৫ রাত ০২:৩০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঈদ মোবারক সহ ধন্যবাদ..
২০ জুলাই ২০১৫ রাত ০৪:১১
272963
বাকপ্রবাস লিখেছেন : এবং ঈদমোবারক শ্রদ্ধেয় বড় ভাই
330590
১৯ জুলাই ২০১৫ সকাল ০৬:৩৮
শেখের পোলা লিখেছেন : মিথ্যা বলা হবেনা যদি জিনিষগুলো নিয়ে/হঠাৎ একদিিন হাজির হন গিয়ে৷
২০ জুলাই ২০১৫ রাত ০৪:১২
272964
বাকপ্রবাস লিখেছেন : করতে পারলে বেশ ভালই হতো, খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক
১০
330619
১৯ জুলাই ২০১৫ দুপুর ০১:২১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সবাইকে আন্তরিক ঈদ মোবারক...
দেশের বাহিরে ১০টা ঈদ কাটিয়ে দিলাম, প্রতিটা ঈদের দিন আমার জন্য খুব খুব কষ্টের ছিল। একজন প্রবাসির জন্য ঈদের দিনটা কতটা কষ্টের তা শুধু প্রবাসীরাই বুঝবেন, অন্য কারোও 'হৃদয়ের এই নির্মম রক্তক্ষরণ' বুঝবার সাধ্য নাই।
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
২০ জুলাই ২০১৫ রাত ০৪:১২
272965
বাকপ্রবাস লিখেছেন : হুম, প্রবাসীর ঈদ কষ্ট মাখা আবেগের, খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File