- তুমি বললে হ্যালো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জুলাই, ২০১৫, ০৬:৪০:১৯ সন্ধ্যা
তুমি বললে হ্যালো মন ভালো হয়ে গেলো
মেঘ জমেছিল যা দূরে চলে গেলো।
তুমি বললে হ্যালো কবে আসবে বলো?
চলে আসবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।
"তোমার আছে বায়না চিরুনি লিপস্টিক আয়না
খেলনার উড়োজাহাজ আর কিছুই চাইনা"
তুমি বললে হ্যালো কবে কিনে দেবে বলো?
কিনে দেবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।
তুমি বললে হ্যালো তাই মন ভালো হয়ে গেলো
সবই দেব আর কি চাই দেখি বলো বলো বলো।
" লাগবেনা কিছুই আর তুমি আসলেই হলো"
চলে আসবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলে গেলেইত হল।
খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক দুজনকেই
মিথ্যা নয় ইহা সত্যি বলা হল
--ঈদ মোবারাক!
খুবই ধন্যবাদ জানবেন এবং ঈদমোবারক রইল
মিথ্যা বলবেন কেন... যেতে সমস্যা কি। যাই হউক আশা করি যেতে পারবেন ঈদ মোবারক
দেশের বাহিরে ১০টা ঈদ কাটিয়ে দিলাম, প্রতিটা ঈদের দিন আমার জন্য খুব খুব কষ্টের ছিল। একজন প্রবাসির জন্য ঈদের দিনটা কতটা কষ্টের তা শুধু প্রবাসীরাই বুঝবেন, অন্য কারোও 'হৃদয়ের এই নির্মম রক্তক্ষরণ' বুঝবার সাধ্য নাই।
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন