মুনাফিকী এবং আওয়ামি সখ্যতা
লিখেছেন লিখেছেন আবু মাহফুজ ১৮ জুলাই, ২০১৫, ০৮:৫৫:৩১ রাত
বাপ্যাদিত্য বসু নামে এক জানোয়ারের একটা স্ট্যাটাস নিয়ে যখন মাঠ আবার সরগরম, তখন আমরা ভুলে যাই লতিফ সিদ্দিকি নামে আরেক মুনাফিকের কথা, আগাচেী দের কথা। আমরা ভুলে গেছি সৈয়দ সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কথা যিনি নামের আগায় মাথায় ইসলাম নিয়ে রাসুলের বংশধর সৈয়দ দাবী নিয়ে নামের শেষে ইসলাম লেবেল লাগিয়ে প্রকাশ্য বক্তব্য দেন তিনি হিন্দুও নন মুসলমানও নন, তিনি একজন নপুংসক। আমরা ভুলে যাই চোরঞ্জিতদের হেফাজতকে নিয়ে সোবাহানাল্লাহর অপমান করতে। অপর দিকে ডাইনি হাসিনার তাহাজ্জুদ আর ফজর নামাজ আর কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরুর বিজ্ঞাপন শুনে একটাকে মোনাফেকী বুঝতে অসুবিধা হয় তারচে বড় বেকুব পৃথিবীতে আর কে হতে পারে। আমরা যদি এখনো আওয়ামী লীগকে না চিনি তাহলে সেটা বড়ই দুর্ভাগ্য আমাদের। আপনি যদি এখনো আওয়ামী লীগ করেন, বা আওয়ামী লীগকে সমর্থন করেন আর মাথায় টুপি একখান লাগিয়ে, লম্বা লম্বা দাঁড়ি লাগিয়ে নিজেকে মুসলমান দাবী করেন আপনি হয়তো চরম বেকুবের জগতে বাস করছেন কিংবা চরম মোনাফেকীর পরিচয় দিচ্ছেন। উপরিল্লিখিত নরপিচাশদের কাহিনী জেনেও আপনি কোন আওয়ামী লীগারের সাথে সখ্যতা করতে গিয়ে, হাত মিলাতে গিয়ে আপনার মনে যদি প্রশ্ন না জাগে। আপনার হৃদয় না কাঁপে তাহলে ধিক আপনার তথাকথিত মুন্সিয়ানাকে। ইনু মেননদের হজ্জ দেখে, ভান্ডারীর মঞ্চে এদের টুপি জুব্বা দেখে আপনি যদি এদের কলুষিত রাজনীতি না বুঝেন আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার মত সময় আমার নাই।
বিষয়: বিবিধ
৯৪৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনু মিয়া কয়েকদিনের জন্য নাস্তিকতাকে শয়তানের জিম্মায় দিয়েছিল..
আপনাকে ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন