ঈদের পোষাক
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৮ জুলাই, ২০১৫, ০৫:৫৮:২৮ বিকাল
ঈদের পোষাক
রোজার শেষে ঈদ আসতে
আর কটা দিন বাকী
এরই মাঝে ঈদের পোষাক
করছে হাকা ডাকি।
পাখির পরে কিরণ মালা
নিত্ত নতুন নাম
ভাওতা বাজি করে শুধু
নেয় বাড়িয়ে দাম।
আমার বেবি সোনা মণি
হাকে ডাকে নাই
নিজের ডিজাইন নিজেই বানায়
যেমনটা তার চাই।
বিষয়: সাহিত্য
১৬০৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া ঈদ মোবারক আপনাকে ও ভাবী সহ মামনিদের ও পৌছে দেওয়ার দায়িত্ব আপনার ।
তোমার খাবার গুলো বেশ মজাদার হয়েছে।
দেখি ২/১ দিনের মধ্যে আমিও কিছু রেধে খাওয়াতে পারি কি না?
ধন্যবাদ।
ঈদ মুবারক।
ঈদ মুবারক।
সাথে থাকলে হয়ত খেয়াল রাখতে পারবেন , তবে দেশে থাকলে দমিয়ে রাখা টাফ, পারিপার্শিক কারণেই ।
সব চেয়ে ভালো ফল আসে পিতা মাতার স্বচেতনতা এবং সার্বক্ষণিক দুয়া থেকে।
পিতামাতাই যদি সিরিয়ালে ডুবে থাকে বাচ্চারা তখন তাদেরই অনুসরণ করে।
আমার বৌ মাশা'আল্লাহ টিভির ধারে কাছেও যায়না এবং নির্দিষ্ট কিছু প্রগাম ছাড়া অন্য কোন প্রগ্রাম দেখতে দেয়না। তাও বিটিভি।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন