ঈদের পোষাক

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৮ জুলাই, ২০১৫, ০৫:৫৮:২৮ বিকাল

ঈদের পোষাক



রোজার শেষে ঈদ আসতে

আর কটা দিন বাকী

এরই মাঝে ঈদের পোষাক

করছে হাকা ডাকি।

পাখির পরে কিরণ মালা

নিত্ত নতুন নাম

ভাওতা বাজি করে শুধু

নেয় বাড়িয়ে দাম।

আমার বেবি সোনা মণি

হাকে ডাকে নাই

নিজের ডিজাইন নিজেই বানায়

যেমনটা তার চাই।

বিষয়: সাহিত্য

১৬০৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330511
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
দুষ্টু পোলা লিখেছেন : অনেক ধন্যবাদ
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
272733
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সাথে ঈদ মুবারক
330529
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
আফরা লিখেছেন : মামনি তো অনেক ভাল আর লক্ষী । এমন মেয়েকে কে না আদর করবে । মামনির জন্য অনেক দুয়া আর আদর রইল ।
ভাইয়া ঈদ মোবারক আপনাকে ও ভাবী সহ মামনিদের ও পৌছে দেওয়ার দায়িত্ব আপনার ।
১৮ জুলাই ২০১৫ রাত ০৮:৫৮
272761
আবু জারীর লিখেছেন : তোমাকেও ঈদ মোবারক আপুনি। আমার পৌছতে হবেনা তারাই ব্লগ থেকে পড়ে নিবে।

তোমার খাবার গুলো বেশ মজাদার হয়েছে।

দেখি ২/১ দিনের মধ্যে আমিও কিছু রেধে খাওয়াতে পারি কি না?
ধন্যবাদ।
১৮ জুলাই ২০১৫ রাত ১০:৩১
272778
আফরা লিখেছেন : ভাইয়া ভাবী ও কি ব্লগে লিখে ?
১৯ জুলাই ২০১৫ রাত ১২:৪৪
272820
আবু জারীর লিখেছেন : পড়ে।
330571
১৯ জুলাই ২০১৫ রাত ০২:৩৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর হয়েছে আবু জারীর ভাই। ঈদ মোবারক..
১৯ জুলাই ২০১৫ সকাল ০৭:০২
272843
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ মুহতারাম।
ঈদ মুবারক।
330591
১৯ জুলাই ২০১৫ সকাল ০৬:৩৯
শেখের পোলা লিখেছেন : মারহাবা৷
১৯ জুলাই ২০১৫ সকাল ০৭:০২
272842
আবু জারীর লিখেছেন : মারহাবাতিন।
ঈদ মুবারক।
330603
১৯ জুলাই ২০১৫ সকাল ০৯:৪৪
হতভাগা লিখেছেন : আপনার সোনা মনিকে মনে হয় সিরিয়াল থেকে সরিয়ে রেখেছেন ।

সাথে থাকলে হয়ত খেয়াল রাখতে পারবেন , তবে দেশে থাকলে দমিয়ে রাখা টাফ, পারিপার্শিক কারণেই ।
১৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৫
272872
আবু জারীর লিখেছেন : দেশেই থাকে তবে বাসায় ডিশ লাগাইনি। নেট আছে। বিনোদনের জন্য শিশুতোষ মুভি নিজেই ডাউনলোড করে দেই।

সব চেয়ে ভালো ফল আসে পিতা মাতার স্বচেতনতা এবং সার্বক্ষণিক দুয়া থেকে।

পিতামাতাই যদি সিরিয়ালে ডুবে থাকে বাচ্চারা তখন তাদেরই অনুসরণ করে।

আমার বৌ মাশা'আল্লাহ টিভির ধারে কাছেও যায়না এবং নির্দিষ্ট কিছু প্রগাম ছাড়া অন্য কোন প্রগ্রাম দেখতে দেয়না। তাও বিটিভি।

ধন্যবাদ।
330606
১৯ জুলাই ২০১৫ সকাল ১০:২৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর
১৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৬
272873
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
330611
১৯ জুলাই ২০১৫ দুপুর ১২:০৮
আরাফাত হোসাইন লিখেছেন : ঈদ মোবারক।আপনার ধারাবাহিক উপন্যাসের শেষ কিস্তি কি হারিয়ে গেছে,ভাইয়া?
১৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৬
272874
আবু জারীর লিখেছেন : না হারায় নি। আগামী সপ্তাহে দেয়ার চেষ্টা করব ইনশা'আল্লাহ।
330612
১৯ জুলাই ২০১৫ দুপুর ১২:২৫
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : চেতনাবাদীদের এবারের উপহার কিরণমালা, প্রতিটি পরিবারে দিচ্ছে শুধু অশান্তির জ্বালা।
১৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৭
272875
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন। তবে খেয়াল রাখতে হবে যেন আমাদের পরিবার গুলোতে চেতনা ঢুকতে না পারে।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File