বুদ্ধিজীবিদের অজ্ঞতা ও ইসলাম বিশেষ-অজ্ঞতা
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৮ জুলাই, ২০১৫, ০৫:৫৪:৩৫ বিকাল
কবি উস্তাজ রবি ঠাকুর বলিয়াছিলেন পন্ড হইয়াছে যাহার সব কিছু তিনিই হইলেন 'পন্ডিত'।
আমাদের দেশের একটু লম্বা গোফ, লম্বা চুল ও লম্বা জিহবার কিছু লোক আত্মম্ভরিতায় ফুলিয়া নিজেদেরকে 'বুদ্ধিজীবি' হিসাবে উপস্থাপনা করিয়া থাকেন। কারণ তাহাদের জ্ঞান সীমিত বলিয়াই তাহারা শুধু 'বুদ্ধি' ও মগজ বিক্রি করিয়া বাচিয়া থাকেন। তাহাদের বুদ্ধির ব্যাপারে বিশ্বাসী কবি আল-মাহমুদ তাঁহার মাতৃছায়া কবিতায় বলিয়াছেনঃ
হারিয়ে কানের সোনা এ-বিপাকে কাঁদো কি কাতরা?
বাইরে দারুন ঝড়ে নুরে পড়ে আনাজের ডাল,
তস্করের হাত থেকে জেয়র কি পাওয়া যায় ত্বরা –
সে কানেট পরে আছে হয়তো বা চোরের ছিনাল !
পোকায় ধরেছে আজ এ দেশের ললিত বিবেকে
মগজ বিকিয়ে দিয়ে পরিতৃপ্ত পন্ডিত সমাজ।
ভদ্রতার আবরণে কতদিন রাখাযায় ঢেকে
যখন আত্মায় কাঁদে কোনো দ্রোহী কবিতার কাজ?
আর এই বুদ্ধিব্যবসায়ী সমাজ ইতোমধ্যেই ইসলাম সম্পর্কে নিজেদের বিশেষ-অজ্ঞতা নিজেরাই প্রতিষ্ঠিত করিয়াছেন। যেখানে 'আবু বকর' এর আসল অর্থ দাঁড়ায় 'অগ্রপথিক', একজন বুদ্ধির-বেপারী তাহাকে ছাগলের বাপ বলিয়া উপহাস করিয়াছেন। এই উপহাসের মাধ্যমে তিনি নিজের 'ছাগলামী'কেই জাতির কাছে প্রতিষ্ঠিত করিয়া দিলেন।
এরপর আরেকজন বুদ্ধির-বেপারী মুসলিম নাম 'জামাল' মানে উট বলিয়া বিবৃতি দিয়াছেন। কারণ তিনিই নিজেই একজন উট না হইলে তাহা বলিতে পারিতেন না। কারণ আমাদের মুসলিমরা যে নাম রাখেন জামাল সেই নামের অর্থ হইলো সৌন্দর্য্য।
নিজেরা না জানিয়া অজ্ঞ হইওয়াও যে নিজেদেরকে পন্ডিত মনে করেন, তাহা রবি ঠাকুরের কথাকেই সত্য প্রমাণিত করিয়াছেন।
কোন জাতি কোনদিনই উন্নত হইবে না যতদিন এই জাতীয় বুদ্ধির বেপারী অজ্ঞ ও বিশেষ-অজ্ঞ সমাজ হইতে মুক্তি না পাইবে।
জাতিকে জ্ঞানী হইতে হইবে এবং দেশ ও জাতি পরিচালিত হইতে হইবে প্রকৃত জ্ঞানী ও শিক্ষিতদের দ্বারা।
আগের লেখাঃ কান্নায় হাসির ঈদ
বিষয়: সাহিত্য
২৯৯১ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মগজ বিকিয়ে দিয়ে পরিতৃপ্ত পন্ডিত সমাজ।
ধন্যবাদ
যাদের মগজ আছে তারা বিকে না। মগজের বদলে অন্য কিছু।
ইয়েস,নো ভেরি গুড পর্যন্তই!!
আবু হুরায়রা নাম না - রাসুল(সাঃ) আদর করে ডাকতেন।
কেউ যদি তার মেয়েকে আদর করে ডাকে পাখির মা কারণ মেয়ে পাখি খুব ভালবাসে - এর মানে পাখির মা তার নাম না।
আসলে কুত্তা, বিলাই, ছাগল...... নাম নিয়ে মুমিনদের Prestige Puncture হয়ে গেছে। এখন ধানাইপানাই করে পাশ কাটানোর চেষ্টা?
ব্যাপার হল - কিছু নির্বোধ নিজেদের জ্ঞানের বাটখারা মনে করে এবং যখন দেখে তাদের গন্ড মূর্খতা আর হিংসার টার্গেট যারা সেসব লোক বিশেষ করে ইসলামের সৌন্দর্যের সমর্থকরা ঐসব নির্বোধদেরকেই গন্ড মূর্খ্য প্রমাণ করে ছেড়ে দেন তখন ইসলামবিদ্বেষী হিংসুটেরা জ্বলায় ছটফট করে নিজেদের হতাশা নগ্ন, নোংরাভাবে প্রকাশ করে।
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।অপি বাইদানী,আমাকে ,তার লেখায় ব্লগ করছে।
এ বিষয়ে লিখার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনার এই এ্যাফোর্টকে সাদাকা হিসাবে কবুল করুন।
আসলে এই সব সর্বহারারা প্রকৃতপক্ষে আল্লাহ হারা!! এরা আল্লাহ হারা হওয়াতে সবকিছুই হারিয়ে ফেলেছে! নীতি নৈতিকতা থেকে শুরু করে পড়নের কাপড়শুদ্ধ!! এই খাটাশদের পশ্চিমরা ইবলিশরা কানুন বানাইছে সম লিঙ্গের আলিঙ্গণে।
মন্তব্য করতে লগইন করুন