বুদ্ধিজীবিদের অজ্ঞতা ও ইসলাম বিশেষ-অজ্ঞতা

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৮ জুলাই, ২০১৫, ০৫:৫৪:৩৫ বিকাল

কবি উস্তাজ রবি ঠাকুর বলিয়াছিলেন পন্ড হইয়াছে যাহার সব কিছু তিনিই হইলেন 'পন্ডিত'।

আমাদের দেশের একটু লম্বা গোফ, লম্বা চুল ও লম্বা জিহবার কিছু লোক আত্মম্ভরিতায় ফুলিয়া নিজেদেরকে 'বুদ্ধিজীবি' হিসাবে উপস্থাপনা করিয়া থাকেন। কারণ তাহাদের জ্ঞান সীমিত বলিয়াই তাহারা শুধু 'বুদ্ধি' ও মগজ বিক্রি করিয়া বাচিয়া থাকেন। তাহাদের বুদ্ধির ব্যাপারে বিশ্বাসী কবি আল-মাহমুদ তাঁহার মাতৃছায়া কবিতায় বলিয়াছেনঃ

হারিয়ে কানের সোনা এ-বিপাকে কাঁদো কি কাতরা?

বাইরে দারুন ঝড়ে নুরে পড়ে আনাজের ডাল,

তস্করের হাত থেকে জেয়র কি পাওয়া যায় ত্বরা –

সে কানেট পরে আছে হয়তো বা চোরের ছিনাল !

পোকায় ধরেছে আজ এ দেশের ললিত বিবেকে

মগজ বিকিয়ে দিয়ে পরিতৃপ্ত পন্ডিত সমাজ।


ভদ্রতার আবরণে কতদিন রাখাযায় ঢেকে

যখন আত্মায় কাঁদে কোনো দ্রোহী কবিতার কাজ?

আর এই বুদ্ধিব্যবসায়ী সমাজ ইতোমধ্যেই ইসলাম সম্পর্কে নিজেদের বিশেষ-অজ্ঞতা নিজেরাই প্রতিষ্ঠিত করিয়াছেন। যেখানে 'আবু বকর' এর আসল অর্থ দাঁড়ায় 'অগ্রপথিক', একজন বুদ্ধির-বেপারী তাহাকে ছাগলের বাপ বলিয়া উপহাস করিয়াছেন। এই উপহাসের মাধ্যমে তিনি নিজের 'ছাগলামী'কেই জাতির কাছে প্রতিষ্ঠিত করিয়া দিলেন।

এরপর আরেকজন বুদ্ধির-বেপারী মুসলিম নাম 'জামাল' মানে উট বলিয়া বিবৃতি দিয়াছেন। কারণ তিনিই নিজেই একজন উট না হইলে তাহা বলিতে পারিতেন না। কারণ আমাদের মুসলিমরা যে নাম রাখেন জামাল সেই নামের অর্থ হইলো সৌন্দর্য্য।

নিজেরা না জানিয়া অজ্ঞ হইওয়াও যে নিজেদেরকে পন্ডিত মনে করেন, তাহা রবি ঠাকুরের কথাকেই সত্য প্রমাণিত করিয়াছেন।

কোন জাতি কোনদিনই উন্নত হইবে না যতদিন এই জাতীয় বুদ্ধির বেপারী অজ্ঞ ও বিশেষ-অজ্ঞ সমাজ হইতে মুক্তি না পাইবে।

জাতিকে জ্ঞানী হইতে হইবে এবং দেশ ও জাতি পরিচালিত হইতে হইবে প্রকৃত জ্ঞানী ও শিক্ষিতদের দ্বারা।

আগের লেখাঃ কান্নায় হাসির ঈদ

বিষয়: সাহিত্য

২৯৯১ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330514
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২০
আবু জারীর লিখেছেন : পোকায় ধরেছে আজ এ দেশের ললিত বিবেকে

মগজ বিকিয়ে দিয়ে পরিতৃপ্ত পন্ডিত সমাজ।

ধন্যবাদ
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
272742
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
১৯ জুলাই ২০১৫ রাত ০১:১১
272823
রক্তলাল লিখেছেন : জারীর ভাইয়ের সাথে দ্বিমত।

যাদের মগজ আছে তারা বিকে না। মগজের বদলে অন্য কিছু।
330518
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনাদের বুদ্ধির দেীড়....
ইয়েস,নো ভেরি গুড পর্যন্তই!!
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
272743
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ;Winking
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
272744
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
330523
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
272745
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : অনেক ধন্যবাদ
330540
১৮ জুলাই ২০১৫ রাত ০৯:৫৫
দ্য স্লেভ লিখেছেন : আরবী একেকটি শব্দের ৭০টির মত প্রতিশব্দও আছে। এটি একটি বিশাল সমৃদ্ধশালী ভাষা। তাই মন্তব্যে সাবধানী না হলে নিজেরাই ছাগল বিবেচিত হতে পারি। জামাল শব্দের অর্থ শুনেছি উট,তবে এর অন্য অর্থও হতে পারে। আমার জানা নেই। জাজাকাল্লাহ খায়রান
১৮ জুলাই ২০১৫ রাত ১০:২১
272773
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : জামাল মানে উট, কিন্তু জামাআল মানে সৌন্দর্য্য। উনারা না জেনেই মনে নিজেদেরকে পন্ডিত মনে করেন। এটাই তো সমস্যা।
১৮ জুলাই ২০১৫ রাত ১১:০৭
272792
অপি বাইদান লিখেছেন : ঠিক তাই। এজন্যই ইসলাম ধর্মে এত ভানুমতির খেইল। ৭০ বিভক্তি, ৭০ বিভাজন এবং ৭০ ফেকড়া।
330541
১৮ জুলাই ২০১৫ রাত ১০:২৬
রক্তলাল লিখেছেন : আবু মানেই বাপ না। কোনো বিষয়ে এক্সপার্ট কাউকেও আবু বলা হয়।

আবু হুরায়রা নাম না - রাসুল(সাঃ) আদর করে ডাকতেন।

কেউ যদি তার মেয়েকে আদর করে ডাকে পাখির মা কারণ মেয়ে পাখি খুব ভালবাসে - এর মানে পাখির মা তার নাম না।
১৮ জুলাই ২০১৫ রাত ১০:৩৮
272780
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ঠিক, আবু মানে ওয়ালা। বিড়াল ওয়ালাকে বলা হয় আবু হুরায়রা। যাদের এই বেসিক জ্ঞান নেই, তারা ইসলাম নিয়ে ভারী ভারী মন্তব্য করে বসেন। এতে নিজেদেরকেই তারা ছোট করেন।
১৮ জুলাই ২০১৫ রাত ১০:৫৯
272788
অপি বাইদান লিখেছেন : 'আবু বকর' মানে ছাগলের বাপ না তো কি??

আসলে কুত্তা, বিলাই, ছাগল...... নাম নিয়ে মুমিনদের Prestige Puncture হয়ে গেছে। এখন ধানাইপানাই করে পাশ কাটানোর চেষ্টা?
১৯ জুলাই ২০১৫ রাত ০১:১৪
272825
রক্তলাল লিখেছেন : অপি'র নিজেরই সবকিছু puncture হয়ে গেছে এই লেখা পড়ে তাই মাথা ঠিক রাখতে না পেরে বেচারী পাগলের মত ছাইপাশ বলছে। আহারেঃ কত ভাল লোক ছিল (এটা নিজের জেন্ডার জানেনা - পুরুষ হয়ে মেয়ে নিক এ ঘুরে)
330544
১৮ জুলাই ২০১৫ রাত ১০:৫১
অপি বাইদান লিখেছেন : নিজেদের নাম রাখবেন- কুত্তার বাপ, বিলাইয়ের বাপ, ছাগলের বাপ, গাধার বাপ.......। কিন্তু কেউ সে কথা বল্লেই মুমিনের অনুভুতিতে আঘাত লাগে। কুত্তা, বিলাই, ছাগল ছাড়া কি মুমিনরা আর কোন নাম খুঁজে পায় না??
১৮ জুলাই ২০১৫ রাত ১১:০৮
272793
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনিও এখানে এসে ফালতু কথা বলছেন কেন? আপনার গায়ে তো আমি নুনের ছিটা দেই নি !! যুক্তি ও তথ্যভিত্তিক উত্তর নিয়ে আসুন।
১৮ জুলাই ২০১৫ রাত ১১:১২
272795
অপি বাইদান লিখেছেন : মুমিনের যুক্তি হাটুতে সীমাবদ্ধ। যুক্তি, বুদ্ধি থাকলে কি ১৬০০ কোটি মুমিনের এই করুন দশা??
১৮ জুলাই ২০১৫ রাত ১১:১৪
272797
অপি বাইদান লিখেছেন : বাঙ্গালরে হাইকোর্ট দেখান!! 'আবু বকর' মানে ছাগলের বাপ না তো কি??
১৯ জুলাই ২০১৫ রাত ১২:৫৭
272822
রক্তলাল লিখেছেন : ডঃ আবুল কালাম সাহেব অবশ্যই বর্তমান বিশ্বের সে কোনো মানদন্ডে academia বা বুদ্ধিবৃত্তিক আলোচনা করেছেন।

ব্যাপার হল - কিছু নির্বোধ নিজেদের জ্ঞানের বাটখারা মনে করে এবং যখন দেখে তাদের গন্ড মূর্খতা আর হিংসার টার্গেট যারা সেসব লোক বিশেষ করে ইসলামের সৌন্দর্যের সমর্থকরা ঐসব নির্বোধদেরকেই গন্ড মূর্খ্য প্রমাণ করে ছেড়ে দেন তখন ইসলামবিদ্বেষী হিংসুটেরা জ্বলায় ছটফট করে নিজেদের হতাশা নগ্ন, নোংরাভাবে প্রকাশ করে।
১৯ জুলাই ২০১৫ রাত ০৩:৪৮
272833
স্বপন২ লিখেছেন : @অপি বাইদান,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।অপি বাইদানী,আমাকে ,তার লেখায় ব্লগ করছে।
330587
১৯ জুলাই ২০১৫ রাত ০৪:৪৩
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
এ বিষয়ে লিখার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনার এই এ্যাফোর্টকে সাদাকা হিসাবে কবুল করুন।

১৯ জুলাই ২০১৫ সকাল ০৫:১৮
272839
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Thank you.
330592
১৯ জুলাই ২০১৫ সকাল ০৬:৪৬
শেখের পোলা লিখেছেন : কি জানি বাপু৷আজ কাল এরাইতো একমাত্র এ ব্যবসার লাইসেন্স প্রাপ্ত ফেরিওয়ালা৷
২১ জুলাই ২০১৫ রাত ০১:১০
273096
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কারণ ভালোরা আজ ঘরে বসে টিভি দেখে কাটান মনে হয়, বা অন্য কিছু। যারা ভালোলোক তাদেরকে মাইক নিতে হবে।
330605
১৯ জুলাই ২০১৫ সকাল ১০:১৩
হতভাগা লিখেছেন : এটা আমাদের বাংলাদেশীদের সমস্যা । এ দেশের সাংবাদিকেরা এক একজন বিশেষজ্ঞ ডাক্তারও । কারন তারা জানে কোনটা সঠিক চিকিতসা আর কোনটা সঠিক চিকিতসা নয় ।
১৯ জুলাই ২০১৫ সকাল ১১:২১
272858
রক্তলাল লিখেছেন : tদুইবার একসাথে চাপলে ৎ আসে Happy
২১ জুলাই ২০১৫ রাত ০১:১১
273097
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমাদেরকে জাগতে হবে। আসুন।
১০
331191
২২ জুলাই ২০১৫ রাত ১১:৪০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বুদ্ধিকে ওনারা জীবিকা র মাধ্যম করেছে বলেই ওরা বুদ্ধিজীবি। ;
২৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:২২
273508
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
১১
333816
০৫ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : যাহার সব কিছু পন্ড হইয়া গেছে তেহেই পন্ডিত! পন্ডিতমশাইদের আধুনিক বংশধররা "বুদ্ধিজীবি" নামে আত্ম পরিচয় দিতে গর্ববোধ করে! আধুনিক ইলেক্ট্র-ডিজিটাল বুদ্ধিজীবিদের লেজের সাথে নিস্তিইয়্যা সম্প্রদায়ের সর্বাত্তক সাপোর্টিং একটি কানেকশন আছে মনে অয়। বুদ্ধিজীবিদের সব আকাম কুকামকে পেট্রোনাইজড করে নিস্তিইয়্যা সম্প্রদায়ের বিভিন্ন শাখা প্রশাখা থেকে। নিস্তিইয়্যা সম্প্রদায়ের শাখা গুলোর নামও বিচিত্র ও উদ্ভট টাইপের! কেউ পরিচয় দেয় কমিউনিস্ট, কেউ পরিচয় দেয় সমাজবরবাদতন্ত্রী, কেউ পরিচয় দেয় কামুকবাদী, আবার কেউ নাম দেয় সর্বহারা!!
আসলে এই সব সর্বহারারা প্রকৃতপক্ষে আল্লাহ হারা!! এরা আল্লাহ হারা হওয়াতে সবকিছুই হারিয়ে ফেলেছে! নীতি নৈতিকতা থেকে শুরু করে পড়নের কাপড়শুদ্ধ!! এই খাটাশদের পশ্চিমরা ইবলিশরা কানুন বানাইছে সম লিঙ্গের আলিঙ্গণে।
১২
339351
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২৩
আহমদ মুসা লিখেছেন : সম্ভবত বাংলাদেশে যারা শিক্ষিত বেকুব তাদেরকেই বুদ্ধিজীবি সম্প্রদায় হিসেবে গন্য করা হয়।
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৫
280749
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File