- ঈদের ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জুলাই, ২০১৫, ০৪:৪৯:৫৯ বিকাল
ঈদ মানেইতো ফিরনি সেমাই
কোনটা খাবে সেই তর্ক
ঈদ মানেইতো সুঁই শেলাই
জোড়া লাগার সম্পর্ক।
ঈদ মানেইতো টক ঝালে
মিলে মিশে মিষ্টি হয়
ঈদ মানেইতো টুম্পার গালে
মেক-আপের বন্যা বয়।
ঈদ মানেইতো সালাম শেষে
কচ কচে নোট সেলামীর
ঈদ মানেইতো ভালোবেসে
স্বপ্ন দেখার আগামীর। ।
ঈদ মানেইতো সাদা কালো
ধনী গরিব নাই তুলনা
ঈদ মানে তাই ভ্রাতৃত্বের আলো
জাগিয়ে দিতে কেউ ভুলনা।
বিষয়: বিবিধ
৮৮৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন