"ঈদুল ফিতর": পারস্পরিক কল্যানপ্রচেষ্টা এবং সহমর্মিতার প্রীতিবন্ধন মেরামতের শুভদিন!! ঈদ মোবারক!!!

লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৮ জুলাই, ২০১৫, ০৪:৩৫:০১ বিকাল



আসসালামু আলাইকুম

( মানিত্তাবায়াল হুদা )

ওয়া রহমা্তুল্লাহি ওয়া বারাকাতুহ

আল্লাহতায়ালা কবুল করুন সকলের সতকর্মগুলো,

বিনিময় মঞ্জুর হোক সীমাহীন সুখের অনন্ত জীবন!!

সকলের জন্য ঈদুল ফিতর হয়ে উঠুক পারস্পরিক কল্যানপ্রচেষ্টা এবং সহমর্মিতার প্রীতিবন্ধন মেরামতের শুভদিন!!

ঈদ মোবারক!!!

কৃষকের ঈদ

-- কাজী নজরুল ইসলাম

বেলাল! বেলাল! হেলাল উঠেছে পশ্চিম আসমানে,

লুকাইয়া আছ লজ্জায় কোন মরুর গরস্থানে।

হের ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত- কংকাল

কশাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল?

রোজা এফতার করেছে কৃষক অশ্রু- সলিলে হায়,

বেলাল! তোমার কন্ঠে বুঝি গো আজান থামিয়া যায়।

থালা, ঘটি, বাটি বাঁধা দিয়ে হের চলিয়াছে ঈদগাহে,

তীর খাওয়া বুক, ঋণে- বাঁধা- শির, লুটাতে খোদার রাহে।

জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসে না নিদ

মুমুর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ?

একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার

উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু- পাঁজরের হাড়?

আসমান- জোড়া কাল কাফনের আবরণ যেন টুটে।

এক ফালি চাঁদ ফুটে আছে, মৃত শিশুর অধর পুটে।

কৃষকের ঈদ!ঈদগাহে চলে জানাজা পড়িতে তার,

যত তকবির শোনে, বুকে তার তত উঠে হাহাকার।

মরিয়াছে খোকা, কন্যা মরিছে, মৃত্যু- বন্যা আসে

এজিদের সেনা ঘুরিছে মক্কা- মসজিদে আশেপাশে।

কোথায় ইমাম? কোন সে খোৎবা পড়িবে আজিকে ঈদে?

চারিদিকে তব মুর্দার লাশ, তারি মাঝে চোখে বিঁধে

জরির পোশাকে শরীর ঢাকিয়া ধণীরা এসেছে সেথা,

এই ঈদগাহে তুমি কি ইমাম, তুমি কি এদেরই নেতা?


নিঙ্গাড়ি' কোরান হাদিস ও ফেকাহ, এই মৃতদের মুখে

অমৃত কখনো দিয়াছ কি তুমি? হাত দিয়ে বল বুকে।

নামাজ পড়েছ, পড়েছ কোরান, রোজাও রেখেছ জানি,

হায় তোতাপাখি! শক্তি দিতে কি পেরেছ একটুখানি?

ফল বহিয়াছ, পাওনিক রস, হায় রে ফলের ঝুড়ি,

লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় নাকো নুড়ি।

আল্লা- তত্ত্ব জেনেছ কি, যিনি সর্বশক্তিমান?

শক্তি পেলো না জীবনে যে জন, সে নহে মুসলমান।

ঈমান! ঈমান! বল রাতদিন, ঈমান কি এত সোজা?

ঈমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা?


শোনো মিথ্যুক! এই দুনিয়ায় পুর্ণ যার ঈমান,

শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান।

আল্লাহর নাম লইয়াছ শুধু, বোঝনিক আল্লারে।

নিজে যে অন্ধ সে কি অন্যরে আলোকে লইতে পারে?

নিজে যে স্বাধীন হইলনা সে স্বাধীনতা দেবে কাকে?

মধু দেবে সে কি মানুষে, যাহার মধু নাই মৌচাকে?

কোথা সে শক্তি- সিদ্ধ ইমাম, প্রতি পদাঘাতে যার

আবে- জমজম শক্তি- উৎস বাহিরায় অনিবার?

আপনি শক্তি লভেনি যে জন, হায় সে শক্তি-হীন

হয়েছে ইমাম, তাহারি খোৎবা শুনিতেছি নিশিদিন।


দীন কাঙ্গালের ঘরে ঘরে আজ দেবে যে নব তাগিদ

কোথা সে মহা- সাধক আনিবে যে পুন ঈদ?

ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি,

ফুরাবে না কভু যে হাসি জীবনে, কখনো হবে না বাসি।

সমাধির মাঝে গণিতেছি দিন, আসিবেন তিনি কবে?

রোজা এফতার করিব সকলে, সেই দিন ঈদ হবে।

সৌজন্যে:

http://dukhumiah.blogspot.com/2010/05/krishoker-eid.html

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330516
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম
ঈদ মুবারক।
২১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
273233
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...
330524
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
ঈদ মুবারক।
২১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
273234
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...
330526
১৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
শেখের পোলা লিখেছেন : সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল৷
এ জন্যই নজরুল আমার প্রীয় কবি৷ধন্যবাদ৷
২১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
273235
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...

আমার-ও
330545
১৮ জুলাই ২০১৫ রাত ১০:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঈদ মুবারক
ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
273236
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...
330701
২০ জুলাই ২০১৫ রাত ১২:০৫
আবূসামীহা লিখেছেন : ওয়া'আলায়কুম আস-সালাম।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
২১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
273237
আবু সাইফ লিখেছেন : আমীন..
জাযাকাল্লাহ...
331446
২৪ জুলাই ২০১৫ রাত ১০:৩৯
এ,এস,ওসমান লিখেছেন : জাযাকাল্লাহু খায়েরান
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৬
276191
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পাঠান্তে মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু আহসানাল জাযআ
333978
০৬ আগস্ট ২০১৫ রাত ১২:০৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম, আপনাকেও ঈদ মোবারক, কবিতাটা পড়ে ভাল লাগলো
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৫
276189
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.

এখনো শাওয়ালের চাঁদ আছে, ঈদ মোবারক!!

পাঠান্তে মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
336765
১৯ আগস্ট ২০১৫ রাত ০২:৩৭
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
336916
১৯ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আমাদের ঈদ প্রতিদিন প্রতিক্ষণ,
যদি থাকে কৃতজ্ঞ অনুগত মন

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File