Thinking ইয়াতীমের সম্পদ ও নির্বোধের স্বাধীনতাAt Wits' End

লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৭ জুন, ২০১৬, ০৬:১৩:৪৫ সন্ধ্যা

ইয়াতীম যতক্ষণ প্রাপ্তবয়স্ক না হয় ততক্ষণ তার সম্পদ অভিভাবকদেরকেই হেফাজত করতে হয়, এটাই আল্লাহতায়ালার নির্দেশ।

কিন্তু ইয়াতীম প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি "নির্বোধ" হয় তবে তার সম্পদ তার কাছে দিতে নিষেধ করা হয়েছে।

পাকিস্তানের কাছ থেকে মীরাসের সূত্রে প্রাপ্য সম্পদ হিসেবে বাংলাদেশের জনগণ এ দেশের মালিকানা অর্জন করে, সুযোগে ভারত তার অভিভাবকত্ব গ্রহন করে । বয়স হলে সম্পদের মালিকানা বুঝিয়ে দিতে ভারত বাধ্য হয়, কিন্তু এদেশের জনগণ নিজ সম্পদ রক্ষার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়।

তাই ভারত আবারও অভিভাবকত্বের দায়িত্ব কুক্ষিগত করতে সুযোগ পেয়ে গেছে।

মুসলিম শিশু অমুসলিম পরিবারে লালিত-পালিত হলে তার শিক্ষা-সংস্কৃতি, আচরণ ও বোধ-বিশ্বাস অমুসলিমদের মানেই তৈরী হয়, বাংলাদেশের জনসাধারণের সিংহভাগের অবস্থা এখন ঠিক তেমনই। তাই অভিভাবকত্বের সুযোগ নিয়ে/পেয়ে ভারত যা করছে সেটাই স্বাভাবিক।

নির্বোধ জনসাধারণ যদি তার আত্মপরিচয়ে জেগে না ওঠে এবং মূর্খতার কারণে নির্বোধই রয়ে যায় তবে তার জন্য দুনিয়ার জিল্লতি ও পরকালীন সর্বনাশ অবধারিত। ইতিহাসের পাতায়ও এর অসংখ্য প্রমান রয়েছে, আলকুরআনেও কিছু কিছু বর্ণনা করা হয়েছে।

মৃত্যুকে যে ভয় পায় এবং কর্তব্য এড়িয়ে যায় তার জন্য দুনিয়া ও পরকালে কোন সুসংবাদ নেই।

বরং দুনিয়ায় সম্মান এবং পরকালীন সাফল্য তাঁরই জন্য যিনি কর্তব্যপালন ও সত্য-ন্যায়ের নিশান রক্ষার জন্য সহাস্যে মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন।

দুনিয়ায় আর কোন নাবী-রাসূল আসবেন না। কিন্তু নবুয়্যাতী দায়িত্বপালনের জন্য কিছু বান্দাকে আল্লাহতায়ালা দুনিয়ার সকল জমিনে সকল সময়ে হাজির রাখেন যেন সত্য-ন্যায়ের নিশান কখনো অদৃশ্যমান না হয়। বাংলাদেশের জমিনও এর ব্যতিক্রম নয়, বরং অনেক বেশীই প্রোজ্জ্বল।

কিন্তু এ দেশের মানুষ যদি নিজ ধর্মবিশ্বাসের ভিত্তিতে কর্তব্যকর্মে নিষ্ঠাবান ও সত্যাশ্রয়ী হতে সম্মত না হয় তবে তাদের জন্যও লাঞ্ছনা ও দুর্ভোগের ইতিহাস অপেক্ষা করছে।

সুতরাং পরকালে বিশ্বাসী জনগণের প্রতি আকুল আবেদন,

আসুন, আমরা কুরআন-সুন্নাহকে ঐভাবে আঁকড়ে ধরি যেমনটি আমরা চলন্ত বাসে-ট্রেনের হ্যন্ডেেল ধরে ঝুলতে ঝুলতে গন্তব্যে পৌছতে করে থাকি। হাত ফসকে যাওয়া মানেই নিশ্চিত সর্বনাশ। আত্মরক্ষার প্রয়োজনে পায়ের স্যান্ডেল-জুতা, হাতের-কাঁধের ব্যাগ ফেলে দিতে হলেও কিছুতেই হ্যান্ডেলটা ছাড়া যায়না।


[b]তথাকথিত অভিভাবকত্বের দাবীদার অমুসলিম পালকের খপ্পর থেকে বাঁচতে হলে, [/b]

ভবিষ্যৎ বংশধরের মুসলিম পরিচয় রক্ষা করতে হলে এবং

পরকালীন জীবনে বিশ্বাসী থেকে সেখানে মুক্তি পেতে হলে

কুরআন-সুন্নাহর একনিষ্ঠ অনুসারী হয়ে মৃত্যুকে আলিঙ্গনে আগ্রহী সত্য ও ন্যায়নিষ্ঠ জীবনযাপনই একমাত্র রক্ষাকবচ।

আল্লাহতায়ালা এ জমিনের মুসলিম দাবীদার জনগোষ্ঠীকে প্রকৃত ইসলাম তথা কুরআন-সুন্নাহতে সত্য ও আন্তরিক বিশ্বাস স্থাপন (ঈমান আনা) এবং আত্মসমর্পন (প্রকৃত সত্যনিষ্ঠ মুসলিম হওয়া) করার তৌফিক দিন, আমীন।

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372280
১৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। পড়ে মন্তব্য নিয়ে আসছি......
372283
১৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

তথাকথিত অভিভাবকত্বের দাবীদার অমুসলিম পালকের খপ্পর থেকে বাঁচতে হলে, ভবিষ্যৎ বংশধরের মুসলিম পরিচয় রক্ষা করতে হলে এবং পরকালীন জীবনে বিশ্বাসী থেকে সেখানে মুক্তি পেতে হলে কুরআন-সুন্নাহর একনিষ্ঠ অনুসারী হয়ে মৃত্যুকে আলিঙ্গনে আগ্রহী সত্য ও ন্যায়নিষ্ঠ জীবনযাপনই একমাত্র রক্ষাকবচ।

আপনার বিবেক জাগরণী লিখাটি পড়ে ঘুমন্ত জাতির আদৌ নিদ্রা ভঙ্গ হবে কি? হবে কি তাদের মৃত বিবেক জাগ্রত?

তারপরও মানুষ আশায় বুক বেঁধে থাকে। প্রতীক্ষা করে নতুন স্বপ্নের! নতুন একটি আলোকিত প্রভাতের!

শাণিত বিবেকগুলো আবার গর্জে উঠুক, এই স্বপ্ন পূরণে। এই প্রার্থনা।

অত্যন্ত মর্মস্পর্শী ও বলিষ্ঠ বিবেক জাগরণী লিখাটির জন্য আন্তরিক মুবারকবাদ।
১৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৫
309169
আবু সাইফ লিখেছেন : ওয়াআলাইকুমুস সালাম..... বারাকাতুহ
জাযাকুমুল্লাহ.... ১০নং মন্তব্য দেখুন
372285
১৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:১৩
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া ।

লিখাটা খূবই সুন্দর, যুক্তিপূর্ণ ও অত্যান্ত শিক্ষনীয় ।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
372291
১৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কাকাজান সত্যিই বাংলাদেশের মানুষ আজ তাদের সম্পদ রক্ষায় ব্যর্থ।
আপনার লিখাতে চিন্তার খোরাক অনেক, কবে জানি মুসলমানদের হুশ হবে।

১৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৫
309170
আবু সাইফ লিখেছেন : ওয়াআলাইকুমুস সালাম..... বারাকাতুহ
জাযাকুমুল্লাহ.... ১০নং মন্তব্য দেখুন
372292
১৭ জুন ২০১৬ রাত ০৮:০৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! এগুলি তো ছোট ছোট উপলব্ধি সম্ভবত আমাদের সময় এসেছে co-incident এর পেছনে না ছুটে ঘটনার মূলে প্রবেশ করা। এটা হাদিসের কথা যে, শেষযুগে অধিকসংখ্যক মুসলিম বিদ্যমান থাকলেও একসাথে তারা কখনো দীনকে আকড়ে ধরবেনা তাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম এসব হাস্যকর গণতান্ত্রিক মতামত থেকে আমাদের দূরে সরে আসার সময় হয়েছে। ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্হায় আর সামান্য কিছু অপরিচিত লোকের দ্বারা আর ইসলাম বিদায়ও নিবে সামান্য কিছু অপরিচিত লোকের দ্বারা এই অপরিচিতদের জন্য তুবা। এটা সহীহ হাদিস। তাই সম্ভবত নিজেদের ধ্যান ধারণারও পরিবর্তন জরুরী। অপরিচিত হয়ে বিদায় নেয়াই হয়ত বড় সাফল্য।
১৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৬
309171
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
জাযাকুমুল্লাহ.... ১০নং মন্তব্য দেখুন
372300
১৭ জুন ২০১৬ রাত ০৮:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোন অমুসলিম মুসলিম এর অভিভাবক হতে পারেনা। সেই সত্যটাই আমাদের আগে বুঝতে হবে।
১৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
309174
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
জাযাকুমুল্লাহ.... ১০নং মন্তব্য দেখুন
372319
১৮ জুন ২০১৬ রাত ০১:০৩
শেখের পোলা লিখেছেন : "আল্লাহতায়ালা এ জমিনের মুসলিম দাবীদার জনগোষ্ঠীকে প্রকৃত ইসলাম তথা কুরআন-সুন্নাহতে সত্য ও আন্তরিক বিশ্বাস স্থাপন (ঈমান আনা) এবং আত্মসমর্পন (প্রকৃত সত্যনিষ্ঠ মুসলিম হওয়া) করার তৌফিক দিন,"আমিন।
জানিনা কবে বাংলার মুসলীম মুঠোয় ধরা মূলাটাকে প্রকৃত মূলা বলে চিনবে, সাগরকলা ভাববে না। তবে সাধারণের মাঝে কোরআনের প্রকৃত তাৎপর্য পৌঁছে দেয়ে সচেতন করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আসুন সচেষ্ট হই। ধন্যবাদ।
১৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৬
309172
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
মনযোগ সহকারে পঠন, বিষয়ের অন্তর্নিহিত সারবত্তা অনুধাবন এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

আমার অন্তর্জ্বালার সামান্যও যদি কারো মাঝে সঞ্চারিত হয়ে তাঁর তৎপরতা বৃদ্ধির কারণ হয়ে থাকে সেটাই আমার সার্থকতা!

জাযাকুমুল্লাহ...
372333
১৮ জুন ২০১৬ রাত ০৩:৫৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

ভাবনার অনেক খোরাক রয়েছে লিখাটিতে। পড়ে উপলব্ধিটা চমৎকার হলো সাথে ভীতি ও!

জাযাকাল্লাহু খাইর। Good Luck Praying
১৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
309173
আবু সাইফ লিখেছেন : ওয়াআলাইকুমুস সালাম..... বারাকাতুহ
জাযাকুমুল্লাহ.... ১০নং মন্তব্য দেখুন
372346
১৮ জুন ২০১৬ সকাল ০৮:৪৯
হতভাগা লিখেছেন : ইয়াতীমের আগের অভিভাবকও তো তার সাথে দূর্ব্যবহার করে আসছিল , তার সম্পদ যথেচ্ছভাবে উড়াচ্ছিল । এজন্যই তো এই ইয়াতীম তার দাবী উসুল করে নিয়েছে ।

কিন্তু এটার রদায়িত্ব ইয়াতীম এমন একজনকে দিয়েছে যে সে ভেতরে ভেতরে আরেকজনকে তা দিয়ে দিচ্ছে।

ভাল সংরক্ষককে ইয়াতীম পছন্দ করে না , তার পছন্দ যে মিষ্টি মিষ্টি কথা বলে । প্রিয়ংবদার কথাই তার কাছে অমৃতের মত মনে হয় । সে যে কি কাজ করছে সেটা মুখ্য নয় তার কাছে ।

We get the Government we deserve
১৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
309175
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
জাযাকুমুল্লাহ.... ১০নং মন্তব্য দেখুন
১০
372411
১৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
মনযোগ সহকারে পঠন, বিষয়ের অন্তর্নিহিত সারবত্তা অনুধাবন এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

আমার অন্তর্জ্বালার সামান্যও যদি কারো মাঝে সঞ্চারিত হয়ে তাঁর তৎপরতা বৃদ্ধির কারণ হয়ে থাকে সেটাই আমার সার্থকতা!

জাযাকুমুল্লাহ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File