আমি যদি কাজী হতাম!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১৭ জুন, ২০১৬, ০৬:২৫:৩৮ সন্ধ্যা





আমি যদি কাজী হতাম

বিয়ে দিতাম জোড়ায় জোড়ায়

সাওয়ার হয়ে রিক্সা করে

বিয়ে দিতাম চড়েই ঘোড়ায়।

যাহার বিয়ের সাধ্য আছে;

সঙ্গীটা তার লুকিয়ে থাকা

মিলিয়ে দিতাম কবুল কয়ে

যেজন ছিল স্বপ্নে আঁকা।

সাধ্য যাহার স্বপ্ন দেখার

বাস্তবে তার কেউ পাশে নাই

আব্বাও নাই আম্মাও নাই

পাড়া পড়শি বন্ধু সবাই

সবাই তাহার পর হয়ে রয়

বিয়ের কথা কেউ নাহি কয়

ভালবাসে যে পাশে রয়

আমি হতাম নিজেই কাজী

বিয়েতরীর হতাম মাঝি

রাজি করে বিয়ে দিতাম

নিতাম না কো তার বিনিময়

আমি না হয় আমার মত

দিবস যত এই জীবনে

সুখের মালিক আল্লাহ মহান

সুখ মিলিত দিল কি মনে!

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372284
১৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
আফরা লিখেছেন : ভাল তো আপনি সমাজ সেবক !! যা হন নাই তানিয়ে আফসোস না করে যা হয়েছেন সেখান থেকে ও কিছু না কিছু সমাজ সেবা করা যায়, সেটাই করেন ।
372297
১৭ জুন ২০১৬ রাত ০৮:২৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া এই ছবিটা বাদ দিলেই খুশি হতাম কারণ তার সাজসজ্জা, ভাবভঙ্গি মূলত পুঁজিবাদি সভ্যতার ভোগবাদ, প্রদর্শনেচ্ছাই প্রকাশিত করে। আমরা ঐ সিস্টেম ভাঙ্গার পক্ষে তাকে সমর্থন দেয়ার পক্ষে নই।
372299
১৭ জুন ২০১৬ রাত ০৮:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লেজকাটা শিয়াল এর গল্প মনে পড়তেছে!!!
372304
১৭ জুন ২০১৬ রাত ০৯:৩০
নাবিক লিখেছেন : আহা এমন কাজীরই তো দরকার।
372336
১৮ জুন ২০১৬ রাত ০৪:০৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখাটি পড়ে মজা পেলাম এবং শেষ অংশে ছন্দ মিলের জন্য কয়েকটি শব্দ যোগ করে শেয়ার করলাম। আশা করি রাগ করবেননা। https://m.facebook.com/photo.php?fbid=866744130102234&id=100002999668667&set=gm.1283854681644075&source=48
372368
১৮ জুন ২০১৬ দুপুর ০১:৫৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
বিবাহবান্ধব মাহমুদ নাইস,
কামাতে চান না টু-পাইস।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File