সিংহের মাথায় ইঁদুর লাফায় সিংহ জেগে উঠবে কি?
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৮ জুন, ২০১৬, ০৬:০১:৫২ সন্ধ্যা
সিংহের মাথায় ইঁদুর লাফায়
সিংহ জেগে উঠবে কি?
সময়মত ভাংলে না ঘুম
কপালে তার জুটবে কি!
ক্ষণে ক্ষণে হলৈ গুলো
নাকের ডগায় লাফায় রে
এত বড় সিংহের গায়ে
এদিক ওদিক খাফায় রে।
সিংহ যদি সজাগ থাকে
ইঁদুর কি আর দেখা যায়?
সামান্য এক বিড়াল ছানার
ভয়ে ইঁদুর সব পালায়!
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ বিড়াল খেলা করছে;
বড়ই দুর্ভাগ্য মুসলমান
তারা শাহাদাতের আকাংখা ভূলে গিয়
তাসবিহ দানার মধ্যে-
জান্নাত অনুসন্ধান করছে ।।
------মহাকবি আল্লামা ইকবাল ।
মন্তব্য করতে লগইন করুন