সুখের খবর সুখের খবর! নয়া চোখে কে যায় রে?

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১২ এপ্রিল, ২০১৬, ০৯:১৫:৩৮ রাত



ডাবল বেতন ডাবল খাওয়া

গরম দেহে বেজায় রে;

সুখের খবর সুখের খবর!

নয়া চোখে কে যায় রে?

আমরা সবাই ডাবল পাবো

বেড়ানি কে থামায় রে!

আমার বাড়ি তুমি এসো

তুমি নিও আমায় রে!

ডাবল বেতন ডাবল খুশি;

রঙের ছোঁয়া জামায় রে!

উঠছি যখন উপর দিকে

কে আর আমায় নামায় রে!

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365531
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার তো বেতন বাড়েনারে
কেমনে খুশি হইরে
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৯
303246
মাহমুদ নাইস লিখেছেন : দুঃখ কইরেন না ভাই। আমি বেতন বাড়ার সরকারি খবরে একটু মজা করলাম আর কি! আপনাকে ধন্যবাদ। Good Luck
365534
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৫
আফরা লিখেছেন : বেতন বাড়লে তো মজাই লাগে ------।
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৮
303249
মাহমুদ নাইস লিখেছেন : মজা রে মজা! আপনাকে ধন্যবাদ।
365559
১৩ এপ্রিল ২০১৬ রাত ০১:১৪
১৩ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০০
303315
মাহমুদ নাইস লিখেছেন : মন খারাপ কেরে?
365567
১৩ এপ্রিল ২০১৬ রাত ০১:৩৭
শেখের পোলা লিখেছেন : মাষ্টার সাবের বেতন আরও বাড়ুক৷ ধন্যবাদ৷
সুখের খবর দুখের দিনে
কার না ভাল লাগেরে,
সবার বেতন বাড়ত যদি
আসল সুখের হত রে৷
১৩ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৯
303311
মাহমুদ নাইস লিখেছেন : আপনার জন্য শুভ কামনা রইলো ভাই। বুঝতে পারছি, আপনার বেতন বাড়েনি। দোয়া করি ডাবল হোক আপনার বেতন।
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
303353
শেখের পোলা লিখেছেন : মাষ্টার সাব, আমি অবসর প্রাপ্ত বুড়ো৷ আমার বেতন এখন আল্লাহর হাতে৷ আমি অন্যসব চাকুরে শ্রমিক দিন মজুরের বেতন বাড়ার কথা বলেছি৷ধন্যবাদ৷
365569
১৩ এপ্রিল ২০১৬ রাত ০২:০৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : মাস্টার সাহেব অনেকদিন পরে
এই ভুবনে..
স্বগতম.।
১৩ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০১
303316
মাহমুদ নাইস লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
365595
১৩ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৪২
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : প্রবাসীদের ডাবল বেন নাই। সুতরাং আমাদের সুকবরও নাই ডাবল খাওয়াও নাই।
১৩ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০২
303317
মাহমুদ নাইস লিখেছেন : আপনাদের জন্য দোয়া করি।
365601
১৩ এপ্রিল ২০১৬ সকাল ১০:০৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই,
কেউ যেন কোনদিন বলতে না পারে
তোমার ছাত্রের বিদ্যা নাই।

ও মাস্টার সাব, আমাগো বেতনতো বাড়ে নাই। আমাগো কী হবে? Rolling Eyes Rolling Eyes Liar Liar
১৩ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৩
303318
মাহমুদ নাইস লিখেছেন : আগামী জুলাইতে বাড়তে পারে।
নাম দস্তখত শিখবেন?
-বলেন ক খ গ ঘ ঙ
আজ এহ ৫টা পড়া। কাল না পারলে... হুঁম!
১৩ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১১
303326
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মাস্টার সাব দেখি বহুত কড়া।
365627
১৩ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫১
আবু জান্নাত লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor সত্যিই বেতন বাড়ার মঝাই আলাদা।
365651
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
চেতনাবিলাস লিখেছেন : অই মিয়া ? সরকারি টাকা পাইয়া এত্ত ফাল মারেন ক্যা? লাফাইতে লাফাইতে আবার বেশি উপ্রে উইঠেন না। এক্কেরে ধপাস কইরা পইড়া গেলে হাড্ডি একটাও আস্তা থাকবনা।
অনেক দিন পর আপনারে পাইলাম বস। কবিতা কিন্তু জব্বর হইছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File