ঐ ছেলেরে আবার ধর!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০৭:২৯ রাত



ঐ ছেলেরে আবার ধর!

ধইরা জেলের ভেতর ভর

পাস না যদি তাহার দোষ

খুন কি গুমের ভাবনা পোষ

জেল গেটে আজ আবার ধর

কালো মাইক্রোর ভেতর ভর

মেধার খাতা শুন্য থাক;

বাংলাদেশটা গোল্লায় যাক!

বিষয়: বিবিধ

১৪৩১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367013
২৫ এপ্রিল ২০১৬ সকাল ০৯:১৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই জনাকীর্ণ ঢাকাতে জলজ্যান্ত একটা মানুষকে গুম করে ফেলাও কিন্তু মেধার কাজ। অতএব বাংলাদেশ মেধাশূন্য নয়।
০২ মে ২০১৬ সকাল ০৬:৩৫
305108
মাহমুদ নাইস লিখেছেন : ঠিক বলেছেন। শয়তান কিন্তু দুই লাইন বেশিই বুঝেছিল!
367016
২৫ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৭
নেহায়েৎ লিখেছেন : বর্তমানে কথা কইয়া লাভ নাই,
যেকোন সময় চলে যাবে জীবনটাই!
০২ মে ২০১৬ সকাল ০৬:৩৬
305109
মাহমুদ নাইস লিখেছেন : রাখে আল্লাহ; মারে কে?
367023
২৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২২
শফিউর রহমান লিখেছেন : কিছু কি করার আছে আমাদের? নাকি শুধু বসে বসে দেখেই যেতে হবে?
০২ মে ২০১৬ সকাল ০৬:৩৬
305110
মাহমুদ নাইস লিখেছেন : চেষ্টার বিকল্প নাই। আপনাকে ধন্যবাদ।
367085
২৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এবার মনে হয় মেরে ফেলবে।
২৬ এপ্রিল ২০১৬ রাত ০১:০৫
304614
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সরকার বলবে-
আমরা তো মুক্ত করে দিয়েছি, তার পরের দায় আমাদের নয়!
০২ মে ২০১৬ সকাল ০৬:৩৮
305111
মাহমুদ নাইস লিখেছেন : ভাবটা এমনই ছিল; কিন্তু আল্লাহ হলেন সেরা কৌসুলী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File