খা নিজে কাম করে খা!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০২ মে, ২০১৬, ১১:২৯:৫৬ সকাল
অধিকার পাইয়া
কারেন্ট গাছে মাইয়া
খা নিজে কাম করে খা!
মিটিং আর মিছিলে
নদী খাল কি বিলে
সমহারে লাশ পড়ে যা!
ক্ষেতে কাম করো নাই
গায়ে কাঁদা মাখো নাই
আগেই কি বেশী ভাল ছিল না?
নারী এসে ক্ষমতায়
কি এমন মমতায়
ইজ্জত কেন তবুও দিল না?
বিষয়: রাজনীতি
১৫৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন