সৃষ্টি হয়ে স্রষ্টারে নিয়ে খেলেছ যেমন খেলা; সাথেসাথেই পেয়ে গেলে তুমি প্রতিদান মেলা মেলা!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৩ মে, ২০১৬, ০৭:১৮:৩৪ সন্ধ্যা

এমন কাজ করব কেন কানে ধরতে হয়
এমন চাটা চাটব কেন পায়ে ধরতে হয়
আসলে কি শিক্ষক তুমি লাজ কি তোমার নাই?
উচিৎ ছিল তোমার হবে মন্ত্রীর উপর ঠাঁই!
তুমি পার কানেই ধর ধরতেই পার পায়;
তোমায় নিয়ে খেলতেই পারে সাধারণ জনতায়!
সৃষ্টি হয়ে স্রষ্টারে নিয়ে খেলেছ যেমন খেলা;
সাথেসাথেই পেয়ে গেলে তুমি প্রতিদান মেলা মেলা!
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জীব জড় সবই তাদের দেবতা।
মন্তব্য করতে লগইন করুন