Cheer Eatঈদ-মোবারক! আসসালাম! ঈদগাহ হবে দুনিয়াটাই Cheer Bee

লিখেছেন লিখেছেন আবু সাইফ ০৬ জুলাই, ২০১৬, ১২:৫৭:২৭ রাত

ঈদ-মোবারক! আসসালাম! Cheer Bee Big Hug Eat

ঈদ মোবারক

- কাজী নজরুল ইসলাম

শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,

কত বালু চরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,

বরষের পরে আসিল ঈদ!

ভুখারীর দ্বারে সওগাত বয়ে রিজওয়ানের,

কণ্টক-বনে আশ্বাস এনে গুল-বাগের,

সাকীরে “জা’মের” দিলে তাগিদ!

খুশীর পাপিয়া পিউ পিউ গাহে দিগি¦দিক,

বধূ-জাগে আজ নিশীথ-বাসরে নির্নিমিখ্।

কোথা ফুলদানী, কাঁদিছে ফুল!

সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার,

মনে পড়ে শুধু সোঁদা সোঁদা বাস এলো খোঁপার,

আকুল কবরী উলঝুলুল্!!

ওগো কা’ল সাঁঝে দ্বিতীয়া চাঁদের ইশারা কোন্

মুজদা এনেছে, সুখে ডগমগ মুকুলী মন!

আশাবরী-সুরে ঝুরে সানাই।

আতর সুবাসে কাতর হ’ল গো পাথর-দিল্,

দিলে দিলে আজ বন্ধকী দেনা-নাই দলীল,

কবুলিয়াতের নাই বালাই॥...

আজি ইসলামী-ডঙ্কা গরজে ভরি’ জাহান,

নাই বড় ছোট–সকল মানুষ এক সমান,

রাজা প্রজা নয় কারো কেহ।

কে আমীর তুমি নওয়াব বাদশা বালাখানায়?

সকল কালের কলঙ্ক তুমি : জাগালে হায়

ইসলামে তুমি সন্দেহ ॥

ইসলাম বলে, সকলের তরে মোরা সবাই,

সুখ-দুখ সম-ভাগ ক’রে নেব সকলে ভাই,

নাই অধিকার সঞ্চয়ের।

কারো আঁখি-জলে কারো ঝাড়ে কিরে জ্বলিবে দীপ?

দু’জনার হবে বুলন্দ-নসিব, লাখে লাখে হবে বদনসিব?

এ নহে বিধান ইসলামের ॥

ঈদ্-উল-ফিতর আনিয়াছে তাই নব বিধান,

ওগো সঞ্চয়ী, উদ্বৃত্ত যা করিবে দান,

ক্ষুধার অন্ন হোক তোমার!

ভোগের পিয়ালা উপচায়ে পড়ে তব হাতে,

তৃষ্ণাতুরের হিসসা আছে ও পিয়ালাতে,

দিয়া ভোগ কর, বীর, দেদার।

বুক খালি ক’রে আপনারে আজ দাও জাকাত,

ক’রো না হিসাবী, আজি হিসাবের অঙ্কপাত!

একদিন কর ভুল হিসাব

দিলে দিলে আজ খুনসুড়ি করে দিললগী,

আজিকে ছায়েলা-লায়েলা-চুমায় লাল যোগী!

জামশেদ-বেচে চায় শরাব॥

পথে পথে আজ হাঁকিব, বন্ধু,

ঈদ-মোবারক! আসসালাম!

ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনী ফুল-কালাম!

বিলিয়ে দেয়ার আজিকে ঈদ।

আমার দানের অনুরাগে-রাঙা ঈদগা’ রে!

সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে।

দেহ নয়, দিল হবে শহীদ ॥

(সংক্ষেপিত)

===================

ঈদগাহ হবে দুনিয়াটাই

- ফররুখ আহমদ

আজকে এল খুশীর দিন

দেখ না চেয়ে খুশীর চিন

দেখ না চেয়ে আজ রঙিন

খুশীর ঝলক ঈদগাহে।

সেই খুশীতে চলছি ভাই

নাই তো কোন দুঃখ নাই

চলছি যাতে জামাত পাই

সবার সাথে একরাহে। ।

................................

জামাত ছেড়ে থাকবে যে

ঘরের কোণে রইবে সে

রইবে হয়ে একপেশে

একলা থাকায় দুঃখ তাই। ।

সবাই মিলে একদলে

এক আশাতে যাই চলে

এক আশাতে যাই বলে

ঈদগাহ হবে দুনিয়াটাই।

বিষয়: বিবিধ

১৬১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374042
০৬ জুলাই ২০১৬ রাত ০১:০৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার
ওয়ালিল্লাহল হামদ
লাখো-কোটি দরুদ ও সালাম রসুলুল্লাহর প্রতি
ﷺ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবাইকে ঈদের শুভেচ্ছা ও দোয়া

374043
০৬ জুলাই ২০১৬ রাত ০১:১৯
শেখের পোলা লিখেছেন : আপনাকে জানাই ঈদ মুবারক। সংগ্রহের জন্য ধন্যবাদ।
374046
০৬ জুলাই ২০১৬ রাত ০১:৪৪
তবুওআশাবা্দী লিখেছেন : অনেক ধন্যবাদ | বহু বহু দিন, বহু বহু বছর পর পড়লাম এই কবিতা দুটো | ভুলেই গিয়েছিলাম ঈদ নিয়ে যে বাংলা সাহিত্যে এরকম সুন্দর কবিতা আছে | অনেক অনেক ভালো লাগলো |
374068
০৬ জুলাই ২০১৬ রাত ০৪:৪০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

অনেক চমৎকার শেয়ারিং মাশাআল্লাহ। জাজাকাল্লাহু খাইর।

আপনি ও আপনার পরিবারের সকলের জন্য ঈদ মোবারক।
374092
০৬ জুলাই ২০১৬ সকাল ০৮:১৬
রাশেদ বিন জাফর লিখেছেন : ভালো লাগলো
374127
০৭ জুলাই ২০১৬ রাত ০২:০৭

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File