★ আমারও তো মন চায়...★
লিখেছেন লিখেছেন আবু সাইফ ০৭ এপ্রিল, ২০১৬, ০৩:৫৩:৪৮ রাত
আমারওতো মন চায়,
ইতিবাচক ছড়া ও কবিতা-সাহিত্য
পাতাগুলোতে চষে বেড়াই দিনরাত।
কিন্তু আছে আরো যে অনেক দায়-
চুক্তিবদ্ধ কাজের চাপে সময় সীমিত
এটা ওটা সেটা সারাক্ষণ ধরে রাখে হাত।
এভাবেই কাটে বেলা
রাত দিন গোধূলি প্রভাত...
তবুও নেশার টানে
সবদিকে বাড়াই এ হাত।
যদিও না পারি কিছু, সাথে আছি
ফেরি করি সাহসের অদম্য বচন
মূল্যহীন নয় জানি আমাদের
সাধ্য-সাধে গড়ে তোলা অনিন্দ্য কানন।
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রত্যেক মানুষেরই কবিতা ও ছন্দের প্রতি আকর্ষণ স্বভাবজাত, এমনকি রসূলুল্লাহﷺও এ থেকে আলাদা নন- যদিও আল্লাহতায়ালা বলে দিয়েছেন যে এটা তাঁর জন্য মানানসই নয়!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনিও পারবেন ইনশাআল্লাহ..
প্রত্যেক মানুষেরই কবিতা ও ছন্দের প্রতি আকর্ষণ স্বভাবজাত, এমনকি রসূলুল্লাহﷺও এ থেকে আলাদা নন- যদিও আল্লাহতায়ালা বলে দিয়েছেন যে এটা তাঁর জন্য মানানসই নয়!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন