কিছুক্ষন আগে একজন বিজ্ঞানী ব্লগার মারা গেছেন।
লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৭ এপ্রিল, ২০১৬, ০৩:২৯:৫১ রাত
(নয়ন চ্যাটার্জি)
শুনলাম বাংলাদেশে কিছুক্ষন আগে একজন বিজ্ঞানী ব্লগার মারা গেছেন। তার নাম নাজিমুদ্দিন সামাদ। তিনি বিজ্ঞানী হলেও জগন্নাথ ইউনিতে আইনের (মানবিক বিভাগের) ছাত্র ছিলেন। যাই হোক ফেসবুক টাইমলাইনে এ মহান বিজ্ঞানীর এক সুন্দর ছবি পেয়ে আপনাদের জন্য শেয়ার করলাম। উনাকে যেন, জানাযা না দিয়ে রবীন্দ্র সঙ্গীত পড়িয়ে মাটি চাপা দেয়া হয়।
আমি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ছবির সূত্র: http://archive.is/FX1Rt
বিষয়: বিবিধ
১৪২২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন