কাঁন্না + ঘুমের ঈদ…
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৮ জুলাই, ২০১৫, ০৪:২১:৫১ বিকাল
- হ্যালো ! কেমন আছো আব্বু??
- আসসালামু আলাইকুম। জ্বী ভালো আছি আব্বু। তুমি কেমন আছো?
- হ্যাঁ ভালো আছি বাবা। তোমার মা কেমন আছে?? ঈদের নামাজ পড়ে এসেছ??
- আম্মুও ভালো। জ্বী ঈদের নামাজ পড়ে এসেছি।
- ঈদ কেমন লাগছে?? খুব আনন্দ করছো নিশ্চয়ই !
- হ্যাঁ। তবে তুমি দেশে থাকলে আরো আনন্দে থাকতাম আব্বু।
- ঠিক আছে। আগামী ঈদে আব্বু থাকবো।
- আচ্ছা। আম্মুর কাছে দেই।
- না তোমার আম্মুর সাথে পরে কথা বলবোনে। এখন রাখি। ভালো থাকো।
- ওকে। আসসালামু আলাইকুম।
ফোনটা রেখে কাঁন্নায় ভেঙ্গে পড়লো প্রবাসে থাকা লোকটা। এতোক্ষণ কষ্ট, কাঁন্নাকে ভিতরে চাপা দিয়ে কথা বললো ছেলের সাথে।
প্রবাসে থাকা প্রতিটা বাবা,ভাইর ঈদের দিনটা এমনই।
কাঁন্না আর সারাদিন ঘুমিয়েই কাটে তাদের ঈদ। এরই নাম প্রবাস জীবন।
ঈদ তাদেরকে আনন্দের চেয়ে কষ্টই দেয় বেশী।
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন