- কন্যার বাবা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ জুলাই, ২০১৫, ০১:২৫:৫২ দুপুর
কন্যার বাবা ঘামে, হাজার বরযাত্রী
যৌতুকের নামে, আসবাব সামগ্রী।
কন্যার কথা ভেবে, কিনতে হবে সুখ
নইলে সম্মান যাবে, দেখবেনা কেউ মুখ।
দুইদিন না যেতে, আসে ঈদের বার্তা
এবার দিতে হবে, পাঞ্জাবী আর কোর্তা।
নয়'তো বর একা, আছে মা খালা
তাদের শাড়ী হলে, বাবা চাচার পালা।
এবার বুঝি রক্ষে, কন্যার বাবা ভাবে
ধারের টাকাটা, শোধ হবে কিভাবে!
ভাবতে ভাবতে উঠে, কোরবানীর চাঁদ
জামা'ই পাঠায় সালাম, গরু নেবার ফাঁদ।
কন্যার বাবা তবু, হাসি মুখ করে
ছাগলের দিকে চেয়ে, গরুটায় ধরে।
ঈদ কোরবান বিয়ে, ধর্ম মতেই হয়
কন্যার বাবার কাছে, সবই বিষাদময়।
বিষয়: বিবিধ
১০৪৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব কিছুই জেনো নিজের হাতে কামাই-
বাছাই করতো যদি দ্বীনদার গরীব জামাই..
কন্যার সুখেই তো Use হবে তা
এই বিষয়ে প্রতিবাদ করায় তো আমি শশুড়বাড়ির বেয়াদব জামাই!
মন্তব্য করতে লগইন করুন