শোকরিয়া জ্ঞাপনঃ
লিখেছেন লিখেছেন হোসাইন আহমাদ ১৬ জুলাই, ২০১৫, ০১:৩৯:৫৪ দুপুর
গত মঙ্গলবার ফজর নামাজের পর মাদরাসার কালেকশানের উপলক্ষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলাম, পথে প্রচুর জ্যাম, সকাল ১১ টার স্থলে বিকাল ৪ টায় চট্টগ্রাম পৌছলাম। মাদরাসার কালেকশনের জন্য এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা। যাদের কাছে বেশি পাবো আশা করেছিলাম, তাদের কাছে তেমন একটা পাই নাই। যাদের সহযোগিতায় আমি আমার মাদরাসার দরিদ্র ছাত্রী ও শিক্ষিকাদেরকে ঈদ আনন্দে শরীক করতে পেরেছি তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যাদের আন্তরিকতায় আমি সিক্তঃ
১। শ্রদ্দেয় চাচা জনাব মাওলানা আজিজ সাহেব
২। আমার প্রিয় উস্তাদ ও আমার আব্বার বন্ধু জনাব মাওলানা বজলুর রহীম, সাবেক শিক্ষক, রহমানিয়া মাদরাসা, সন্দ্বীপ।
৩। আমার প্রিয় ছাত্র রাজিন ও রাজিনের আম্মু, এইচ ব্লক, হালিশহর।
৪। জনাব মোঃ শাহাব উদ্দিন ভাই।
৫। জনাব কাজী মিলন সাহেব।
৬। জনাব ডাঃ মঞ্জুরুল আলম খান সাহেব।
৭। জনাব লুৎফুর রহমান সাহেবে ছেলে রুবেল ও বেলাল
মহান আল্লাহ ওনাদের সকলের জন্য দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যান দান করুক, হালাল রুজীতে বরকত দান করুক, মুখের দোয়া আসল দোয়া নয়, গরীব ছাত্রী ও শিক্ষিকাদের মন থেকে যে দোয়া হবে। সেই দোয়াই আসল দোয়া।
মাওলানা হোসাইন আহমাদ
সহকারী পরিচালক
ফাতেমাতুজ্জাহরা (রাঃ) ইসলামিয়া বালিকা মাদরাসা
শান্তিরহাট ফটিকছড়ি, চট্টগ্রাম।
01817202253/ বিকাশ পার্সোনাল
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন