বেশির ভাগ মেয়েই বিয়ের পর...... (মেয়েদের বিয়ের পরের ঈদ ভাবনা)
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৬ জুলাই, ২০১৫, ১২:০৩:১৯ দুপুর
>আর বাপের বাড়ী ঈদ করতে পারে না!! শ্বশুর বাড়ীর লোকজনও বোঝে না একটা মেয়ে যখন পরিবার ছেড়ে চলে যায় অন্য পরিবারে তখন সেই পরিবারে শুন্যতার সৃষ্টি হয়... মেয়েটাও অসহায় হয়ে যায় নিজ পরিবার ছেড়ে অন্য পরিবারে গিয়ে! করার কিছু নেই তাই বিয়ের পরে মেয়েরা ঈদ করে শ্বশুরবাড়ী কিন্তু মন পড়ে থাকে বাপের বাড়ী! এই কষ্টের কথাটা একমাত্র ভুক্তভুগী মেয়েটাই বোঝে! কিন্তু করার কিছু থাকে না! শ্বশুরবাড়ি বলে কথা!!!!!! একটু এদিক সেদিক হলেই...
> হাজারে একটা মেয়ের শ্বশুর বাড়ির লোকজন হয়ত সেটা বুঝতে পেরে বলে- ঠিক আছে, একটা ঈদ তুমি এখানে করো আর একটা ঈদ বাপের বাড়ী করিও! সেই মেয়েটা হয় ভাগ্যবান সেই শ্বশুর বাড়ীর লোকদের কারনে! কিন্তু সবাই এমন শ্বশুর বাড়ী পায় না!
>>যেটা বলতে চাচ্ছিলাম, আসলে বিয়ের পর অন্তত ২/৩টা বছর মেয়েদের দুটো ঈদ -ই শ্বশুর বাড়িতে আটকে না রেখে একটা ঈদ অন্তত মেয়েটাকে বাপের বাড়িতে করতে দেয়া উচিৎ ! ( এরপর আস্তে আস্তে মেয়েটাও ঠিক মেনে নিবে, নিজের সংসার গুছিয়ে ফেললে তখন আর হয়ত যেতে চাইবে না বাপের বাড়ী !) কিন্তু সেরকম মন- মানসিকতা বা মেয়েটার মানসিক অবস্থা বোঝার মত মানসিকতা কয়টা শ্বশুরবাড়ির লোকের আছে কিংবা স্বামীর আছে?
>>> আর একটা কথা- একটা মেয়ের বিয়ে হয়ে গেলেই বাপ-মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তা নয়, এই মেয়েটার ও কিছু দায়িত্ব ও কর্তব্য আছে বাবা- মা’য়ের প্রতি ! সেটা পালন করার সুযোগ মেয়েটাকে দেয়া উচিৎ শ্বশুরবাড়ির লোকদের এবং স্বামীর !
বিষয়: বিবিধ
২৫৪২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না হয় স্বামী বেচারা বাড়ীতে একা ঈদ পালন করবে নাকি শোক পালন?
তাই মা বাবাকে ছেড়ে শশুরের বাড়ীতে ঈদ কেন করবে?
মা বাবার দোয়া আগে? নাকি শশুর শাশুরির?
আমি অবশ্যই ইদের দিন দুপুরে শশুর বাড়ি গিয়ে শশুর শাশুরীকে সালাম করে আসি। ফিরনি পায়েসের সঙ্গে সালামী ও মিলে
বাস্তবতা যা দেখে আসছি-
মেয়েদের অধিকাংশ কষ্ট ও সমস্যার কারণ মেয়েরাই-
মা, বোন, শাশুড়ি, ননদ, জা ...
সোঝা কথা ।কি করি বলুন তো???
মন্তব্য করতে লগইন করুন