কম দামে কেনা কম্বল বা গরম কাপড় দান না করে...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৩ ডিসেম্বর, ২০১৬, ০২:৩০:৩১ দুপুর
একটু বেশি দামে মানসম্মত কম্বল কিনুন এবং দান করুন!
কম দামে বেশি জিনিস কিনে বেশি জনকে দান না করে বরং একটু বেশি দামে মানসম্মত জিনিস কিনে অল্প কিছু মানুষকে দান করুন যাতে করে তারা তা ভালোভাবে ইউজ করতে পারে!
শীত এসে গেছে ! এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারীভাবে যে সাহায্য দেয়া হয় কিংবা বিভিন্ন সংগঠন সাহায্যের জন্য যে হাত বাড়ায় তারা বেশির ভাগ ই কম দামে অনেক কম্বল কিনে অনেকজনকে দিয়ে নাম ফুটাতে চায়! আমরা পাব্লিক কাউকে দান করার ক্ষেত্রে সব সময় কম দামী জিনিস খুঁজি ( রেয়ার কিছু পাব্লিক আছে যারা সত্যি ভালো কিছু করে) ! যাকাত দিতে গেলে প্রথমেই খোঁজ নেই কোথায় কম দামে যাকাতের শাড়ি/ লুঙ্গি পাওয়া যায়! আর শীতে কম্বল দান করতে গিয়ে কিনি ১৫০/২০০ টাকার কম্বল! যাতে অনেক কম্বল কেনা যায় অনেকজন কে দেয়া যায়! অথচ সেই কম্বলগুলো এত পাতলা যে এক ধোয়াতে সেই কম্বলের আর কিছু থাকে না! এত খসখসে হয়ে যায় যে সেটা গায়ে দিলে কুটকুট করে!
( পারিবারিকভাবে এর আগে কম্বল দিতে গিয়ে কিছু মানুষের কাছে শুনেছি সেই কাহিনী) ! এবং নিজ অভিজ্ঞতায় আমরা একটু কম দামের কম্বল প্রচন্ড শীতে বিছানায় পেতে রাখি বিছানা গরম করতে সেটা গায়ে দেই না!
যেটা বলতে চাইছিলাম- আসুন দান করলে ভালোটাই করি! অল্প কিছু মানুষেরই পাশে দাঁড়াই তবু যেটা তাদের দিবো সেটা যেন মানসম্মত এমন কিছু দেই যা তারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে!
বিষয়: বিবিধ
১৫০৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন