- ভ্রম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ জুলাই, ২০১৫, ১২:১৭:৩০ দুপুর
যে চোখে তুমি আকাশ দেখো
সে চোখে আমি বৃষ্টি নামায়।
যে মনে তুমি স্বপ্ন দেখো
সে মনে মেঘ আমার, কানায় কানায়।
যে নদী গভীর, ঢেউ ধীর স্থির
সে নদীর ঢেউয়ে ভাঙ্গে আমার তীর।
যে নদী তোমায় নিয়ে বাক হারায়
সেই নদী কাঁদায় আমায়, আবার হাসায়।
যে ভ্রমর গুণগুণিয়ে পরাগ মাখে
ফুলের কাছেই স্বপ্নগুলো গুজিয়ে রাখে।
যে স্বপ্ন ভাবায় আমায় কেবল ভাবায়
মিছে ভ্রমের জাল বোনায় মিছে আশায়।
বিষয়: বিবিধ
৯৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মজা করতে চাই
কবি হবার যোগ্যতা
নিশ্চিত আমার নাই
মজা লাগে তাই লিখি
না লিখলে বাড়ে যন্ত্রনা
মন্তব্য করতে লগইন করুন