গোয়ালন্দ, রাজবাড়ী ও ফরিদপুরসহ আশপাশের এলাকায় ডাকাত আতঙ্ক
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০২ জুলাই, ২০১৫, ০২:৪৫:২০ দুপুর
গত দুই সপ্তাহ ধরে ফরিদপুরসহ পাশ্ববর্তী রাজবাড়ী জেলার গোয়ালন্দের জনজীবনে ডাকাত আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ফরিদপুরে ডাকাত সন্দেহে ৪ জন গণপিটুনিতে প্রাণ হারিয়েছে, আহত হয়েছে দশের অধিক। পুলিশের পাশাপাশি এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছে। তবে বর্তমানে ডাকাতির ঘটনা না ঘটলেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া গুজবের কারণেই আতঙ্কিত হচ্ছে এলাকাবাসী। ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের বদরপুর এলাকায় ২৫ জুন রাতে গণরোষের শিকার হয়ে প্রাণ হারায় তিন ব্যক্তি। পর দিন পাশের গ্রামে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় আরেক ব্যক্তিকে। গণপিটুনিতে নিহতরা হলো বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামের মো. মোশাররফ শেখ, খুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের রেজাউল ইসলাম ও বরগুনার পাথরঘাটা উপজেলার বাচ্চু সরদার। এছাড়াও কৈজুুরী ইউনিয়নের গঙ্গাবর্দি এলাকায় ২৬ জুন রাতে ডাকাত সন্দেহে আরেক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই ডাকাত আতঙ্ক বেড়ে যায় এলাকায়। জেলা সদরের প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় রাত জেগে শুরু হয় লাঠি-বাঁশি নিয়ে পাহারা। প্রতিদিনই সন্ধ্যার পর জেলার কোনো না কোনো স্থান থেকে ডাকাত পড়েছে, বাড়িতে ঢুকে নারীর ওপর নির্যাতন চালানো হচ্ছে অথবা জনতার হাতে ডাকাত ধরা পড়েছে এ জাতীয় তথ্য চারিদিকে ছড়িয়ে পড়ছে।
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন