নেতার সাক্ষাতকার
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০২ জুলাই, ২০১৫, ০২:৫২:০০ দুপুর
আস্সালামু আলাইকুম,-------ভাই।
সাংবাদিকরা ধান্ধাবাজ।
সাক্ষাতকার চাই।
বসুন,বসুন,আপনারা জাতির বিবেক।
কেমন আছেন?
জনতার জন্য জীবন।
নির্বাচনে কারচুপির অভিযোগ?
টিন্এজরা আমাকে ভালবাসে।
নির্বাচনের ব্যয়ের হিসাব?
জনগনের পকেটই আমার শক্তি।
আপনার নামে মামলা?
আমার চরিত্রে দাগ নেই।
দুদকের মামলা?
আমার তিন পুরুষ জনগনের সেবক।
আপনার ব্যাংক হিসেব?
আমার স্ত্রীর নমিনী আমি।
আপনার পরকীয়া?
লোকেরা আমায় হ্যান্ডসাম বলে।
আপনার কয়টি বাড়ি?
স্ত্রীর ফ্ল্যাটে ঘুমাই ।
আপনার কয়টি গাড়ি?
সাইকেল চালাতে জানি।
আপনার বয়স কত?
মেয়েরা এখনো শিস দেয়।
আপানার লক্ষ্য?
বাস্তবতার সাথে মিশে যাওয়া।
জনগনবের উদ্দেশ্যে কথা?
এক ভুল দ্বিতীয়বার না।
বিষয়: বিবিধ
৮৩২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন