- ভালো আছি ভালো থেকো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ মে, ২০১৫, ১১:২৪:১৪ সকাল
তোমার কাছে ছিলোনা কিছু আমার
সাধ্য কি আর ছিলো আমার কিছু দেবার!
কবিতা ছিলো দু'চারটা ভুল বানানে
শেষ বেলাতে ফিরিয়ে দিলে জল নয়নে।
ভালো থেকো ভালো থেকো বলেছো আর
সেই থেকে চেষ্টা আমার ভালো থাকার।
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন