এসব হামলা কোনভাবেই ইসলাম সমর্থন করে না.
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৩ মে, ২০১৫, ১২:০১:০০ দুপুর
উপাসনালয়, শিক্ষালয়ে আর নিরিহ মানুষের উপর কাপুরুষের মতো হামলা কোন ভাবেই ইসলাম সমর্থন করতে পারে না.
গতকাল (২২/০৫/২০১৫ খ্রী.) সৌদি এক শিয়া উপাসনালয়ে আত্মঘাতি হামলা চালিয়ে ৩০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়. সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে হামলাকারীদের গ্রেফতার করা হবে, তবু আজ এর দায় স্বীকার করল আইএস. জানিনা এই বিবৃতি আইএসের নাকি বিভ্রান্ত করার জন্য অন্য কারো.
এভাবে যদি উপাসনালয় বা শিক্ষালয়ে হামলা অব্যাহত থাকে তাহলে মানবজাতি কোথাও নিরাপদে থাকতে পারবে না, এক সময় পুরো মানবজাতি শেষ হয়ে যাবে বা পঙ্গুত্ব বরণ করবে.
যেকোন উপসনালয়ে এধরনের হামলার তীব্র নিন্দা জানাই হোক তা মসজিদ, মন্দির, শিক্ষালয় বা যেকোন উপাসনালয়
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন