অন্যের সাফল্য দেখে ঈর্ষায় জ্বলে ব্যর্থরা............

লিখেছেন লিখেছেন বিন হারুন ১৭ এপ্রিল, ২০১৭, ০৯:৫৮:০৭ রাত

তোমাদেরকে আমাদের শুভকাঙ্খি মনে করতাম, মনে করেছিলাম তোমরা অতীত থেকে শিক্ষা নিয়ে ঐক্যের পথে এগোবে কিন্তু না কওমি মাদ্রাসার শিক্ষার স্বীকৃতিতে তোমাদের আসল রূপ প্রকাশ পেয়ে গেল.

"কওমি মাদরাসা শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলা পাগলের প্রলাপের মতোই। এটা তাদের অজ্ঞতারই বহিপ্রকাশ। আপনি খেয়াল করে দেখবেন স্বীকৃতি কিন্তু ইংরেজি সাহিত্য কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ারিং এ দেয়া হয়নি। স্বীকৃতির ঘোষণা হয়েছে আরবী এবং ইসলামিক স্টাডিজের উপর। আর কওমি মাদারাসায় যা পড়ানো হয় তা মাস্টার্স এর মর্যাদা পাওয়ার মান উর্ত্তীণ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের যে কয়টি বিশ্ববিদ্যালয়ে আরবি এবং ইসলামিক স্টাডিজ পড়ানো হয় কওমি মাদরাসার সনদ তার চেয়ে বহুগুণে মান উর্ত্তীণ।"

আশাকরি তোমাদেরকে তোমাদের আচরনে ইসলাম পন্থী যুবকেরা বুঝতে পারবে তোমরা দেশে কতটুকু ইসলাম চাও.

বিষয়: বিবিধ

১২০৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382728
১৮ এপ্রিল ২০১৭ সকাল ০৯:১১
হতভাগা লিখেছেন : কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে মূলত ইসলামী দল ও ইসলমামনষ্ক মানুষকে কব্জা করার জন্য যাদের ৮০% ই আওয়ামী লীগকে পছন্দ করতো না ।

কাজ উসুল হয়ে গেলে '' ৬ই মে - এক রং গাঁথা- পার্ট টু '' এর শুটিং শুরু হয়ে যাবে।

১৮ এপ্রিল ২০১৭ দুপুর ০১:০৮
316222
বিন হারুন লিখেছেন : ৮০% যাদেরকে পছন্দ করত তারা শুধু কওমীদের দিয়ে মাঠ ঘোলা করে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পর শুধু মুলা দেখায়..... আল্লাহ'র মেহেরবানী কাকে দিয়ে দ্বীনের খেদমত করায় তা আল্লাহ্ ভাল জানেন.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File