অন্যের সাফল্য দেখে ঈর্ষায় জ্বলে ব্যর্থরা............
লিখেছেন লিখেছেন বিন হারুন ১৭ এপ্রিল, ২০১৭, ০৯:৫৮:০৭ রাত
তোমাদেরকে আমাদের শুভকাঙ্খি মনে করতাম, মনে করেছিলাম তোমরা অতীত থেকে শিক্ষা নিয়ে ঐক্যের পথে এগোবে কিন্তু না কওমি মাদ্রাসার শিক্ষার স্বীকৃতিতে তোমাদের আসল রূপ প্রকাশ পেয়ে গেল.
"কওমি মাদরাসা শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলা পাগলের প্রলাপের মতোই। এটা তাদের অজ্ঞতারই বহিপ্রকাশ। আপনি খেয়াল করে দেখবেন স্বীকৃতি কিন্তু ইংরেজি সাহিত্য কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ারিং এ দেয়া হয়নি। স্বীকৃতির ঘোষণা হয়েছে আরবী এবং ইসলামিক স্টাডিজের উপর। আর কওমি মাদারাসায় যা পড়ানো হয় তা মাস্টার্স এর মর্যাদা পাওয়ার মান উর্ত্তীণ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের যে কয়টি বিশ্ববিদ্যালয়ে আরবি এবং ইসলামিক স্টাডিজ পড়ানো হয় কওমি মাদরাসার সনদ তার চেয়ে বহুগুণে মান উর্ত্তীণ।"
আশাকরি তোমাদেরকে তোমাদের আচরনে ইসলাম পন্থী যুবকেরা বুঝতে পারবে তোমরা দেশে কতটুকু ইসলাম চাও.
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাজ উসুল হয়ে গেলে '' ৬ই মে - এক রং গাঁথা- পার্ট টু '' এর শুটিং শুরু হয়ে যাবে।
মন্তব্য করতে লগইন করুন