ওদের সাথে মদিনার কুফ্ফারদের মিল
লিখেছেন লিখেছেন বিন হারুন ০৬ মে, ২০১৭, ০১:৩৬:০৭ দুপুর
ওদের সাথে মদিনার কুফ্ফারদের মিল
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
শাপলা চত্বরে নিরস্ত্র নিরহ ওলামা ত্বোলাবা ও সাধারণ মুসলমানদের উপর যারা হামলা করেছে তাদের দ্বীনের দাওয়াতও কি দেয়া যাবেনা?
তাদের কাছ থেকে আমাদের প্রাপ্য অধিকারও কি আদায় করা যাবে না? হ্যাঁ স্বীকৃতির বিষয়ে বলছি,
ইসলামের প্রথম যুদ্ধে (বদর)১৪ জন সাহাবী ও উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন, এর ৩/৪ বছর পর হযরত মুহাম্মাদ (স.) কাফেরদের সাথে সন্ধি( চুক্তি) করেন, যা ইসলামের ইতিহাসে'হুদায়বিয়ার সন্ধি' নামে পরিচিত। চুক্তি সম্পাদন হওয়ার পর মদিনার ইহুদীরা বলতে লাগল মুহাম্মাদ মক্কাবাসীদের সাথে চুক্তি করে 'বদর' ও উহুদের শহীদদের সাথে গাদ্দারী করেছেন,'নাউযুবিল্লাহ'
তারা বলতে শুরু করল 'বদর' ও উহুদের যুদ্ধে যদি মুহাম্মাদের কোন আপন লোক মারা যেত তাহলে সে কাফেরদের সাথে চুক্তি করত না! এমন কি হযরত ওমর(রা.) প্রথমে চুক্তির পক্ষে ছিলেননা কিন্তু হযরত আবু বকর(রা.) হযরত ওমর(রা.) কে বলেন আল্লাহ ও তাঁর রাসুল (স.) যেটা ভাল মনে করেন তার মধ্যেই কল্যাণ নিহিত,
সেটা বলার সাথে সাথে হযরত ওমর(রা.) চুপ হয়ে যান, পরবর্তীতে এই চুক্তির ফলে খুব অল্প সময়ে দেশ বিদেশে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে ও বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়,এমনকি হযরত হামজা (রাঃ)এর হত্যাকারী ইসলাম ধর্ম গ্রহন করে ছাহাবীর মর্যাদা পেলেন,
এবার আপনাদের কথাই বলি শীর্ষ নেতাদের ফাঁসি দেয়ার পরেও কেন? উপজেলার চেয়ারে বসে ইউপির চেয়ারে বসে এমন কি তাদের নির্বাচন কমিশনদের সাথে রাষ্ট্রপ্রতির সাথে বৈঠক করেন?
তা কি শীর্ষ নেতাদের সাথে বেঈমানী নয়?
ঠিক সে ভাবে নায়েবে রাসুল আলেম ওলামারা অনেক সময় অনেক সিদ্ধান্ত ইসলামের স্বার্থে গ্রহন করেন, সে সিদ্ধান্তের ফলাফল কি হয় তার জন্য অপেক্ষা না করে বিরোধীতা যারা করে তাদের মধ্যে নিশ্চয় মদিনার ইহুদিদের অভ্যাস বিদ্যমান রয়েছে,
বাস্তবতা আর ফেসবুকে ভুলি উড়ানো এক জিনিস নয়,
যারা আমাদের রক্ত ঝরিয়েছে তাদের সাথে আফোস নয় বরং শোককে শক্তিততে পরিনত করে এগিয়ে যাবে ইসলামের বিরোধী যে কোন অসুভ শক্তির মোকাবেলা করে এর নাম হেফাজত ইসলাম।
ফেসবুক থেকে সংগৃহিত
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ অনেক অনেক
মন্তব্য করতে লগইন করুন