চল্লিশ আর তেষট্টি

লিখেছেন লিখেছেন বিন হারুন ১৩ জুলাই, ২০১৬, ১০:৪৮:৪২ রাত

বিশ্বের সব রাজাগন মিলে যদি এমন একটি আইন পাশ করতো!

যে, চল্লিশ বছর বয়স না হওয়া পর্যন্ত রাষ্ট্র প্রধান হতে পারবে না (কারন সেই বয়সে শক্তি দিয়ে সব কিছু করতে চায়. শুধু শক্তি দিয়ে সব কিছু হয় না. তাছাড়া আমাদের নবী স. চল্লিশ বছর বয়সেই নবুয়াত লাভ করেছিলেন).

আবার তেষট্টি বছর বয়স হওয়ার পরও রাষ্ট্র প্রধান হতে পারবে না (কারন বেশির ভাগ মানুষ তেষট্টি বছর বয়সের পর চুল দাঁড়িতে কালি মেখে বা ফোম সেভ করে নিজেকে যতই তরুন হিসেবে উপস্থাপনা করুন না কেন এই বয়সে অন্যের সাহায্য বা বুদ্ধি ছাড়া চলতে পারে না. তাই সুযোগ-সন্ধানীরা ওসব বৃদ্ধ রাষ্ট্র প্রধানদের কাছে কুবুদ্ধি বিক্রি করে নিজের ফায়েদা লুঠে. এই বয়সে আমাদের নবী স. আল্লাহ'র সান্নিধ্যে গিয়েছিলেন)

তাহলে মনেহয় রাষ্ট্রে নতুন নতুন নেতৃত্ব আসত. আর পুরনোরা সম্মানী হত.

বিষয়: বিবিধ

১৫৩২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374572
১৩ জুলাই ২০১৬ রাত ১১:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটা হিন্দি ছবিতে ডায়ালগ শুনেছিলাম। সবাই অবসর নেয় শুধু পলিটিশিয়ান রা ততক্ষন অবসর নেয়না যতদিন না মরে বা মেরে ফেলা না হয়!!!
১৩ জুলাই ২০১৬ রাত ১১:৩৮
310751
বিন হারুন লিখেছেন : এটা শুধ হিন্দি ছবির ডায়ালগ নয় বিশ্বে প্রায় সব দেশেই আযরাঈল এসে একদিকে প্রাণ টানে আর বৃদ্ধরা অন্যদিকে গদি টানে. মুসলিম দেশগুলোতে এর প্রবণতা বেশি.
ধন্যবাদ আপনাকে অনেক অনেক Happy
374588
১৪ জুলাই ২০১৬ রাত ০২:৩৫
শেখের পোলা লিখেছেন : রাষ্ট্রে পরিবর্তন হলেও জমিদারিতে পরিবর্তন আসবে কি?
১৪ জুলাই ২০১৬ দুপুর ১২:১০
310769
বিন হারুন লিখেছেন : ক্যাডেট নন ক্যাড়েট সবাই স্বপ্ন দেখে রাজ দরবারের কর্মচারী হওয়ার. রাজা হওয়ার স্বপ্ন তাদের নেই. সবার ভাবনা শুধু ওরাই রাষ্ট্র চালাবে আর কেউ না. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ Happy
374593
১৪ জুলাই ২০১৬ রাত ০৪:৪০
কুয়েত থেকে লিখেছেন : চল্লিশ আর তেষট্টি অনেক ভালো লাগলো ধন্যবাদ
১৪ জুলাই ২০১৬ দুপুর ১২:১০
310770
বিন হারুন লিখেছেন : ইউএই থেকে আপনাকেও অনেক ধন্যবাদ Love Struck
374596
১৪ জুলাই ২০১৬ সকাল ০৮:৪৪
হতভাগা লিখেছেন : বয়স কোন ফ্যাক্টর না । সাবালক হবার পর যে কোন বয়সেই রাষ্ট্র পরিচালনার যোগ্যতা থাকলে সেটা করাই যায় ।

হিলারীর ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীর বয়স কেমন ছিল ? হিলারীও বা বয়স কত ?

আর রাষ্ট্র পরিচালনায় বয়সের সাথে সাথে অভিজ্ঞতারও যোগ হয়
১৪ জুলাই ২০১৬ দুপুর ১২:১৬
310772
বিন হারুন লিখেছেন : 'আর রাষ্ট্র পরিচালনায় বয়সের সাথে সাথে অভিজ্ঞতারও যোগ হয়' খুব ভাল লাগল. সুন্দর মন্তব্য প্রদানের জন্য Rose Rose
374970
১৯ জুলাই ২০১৬ রাত ০৯:১২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

সহমত।

গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২২ জুলাই ২০১৬ রাত ০৮:২৩
311098
বিন হারুন লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আল্লাহ্ আপনাকেও জাযা খায়ের দান করুন.
সহমতের জন্য অনেক অনেক ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File