Unlucky Unlucky অভিশপ্ত অপশাসন!! Unlucky Unlucky

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৩ জুলাই, ২০১৬, ১১:১৫:৪৭ রাত



অবৈধ অপশাসন

জঙ্গিবাদের উত্থান।

ফুঁসছে আপামর জনগণ

জবরদস্তি ক্ষমতাহরণ।

চারিদিকে গণজাগরণ

আসন্ন গণবিস্ফোরণ।

জাগবেই জনগণ

হবেই হবে আন্দোলন।

জাকির নায়ক উদাহরণ

ভীতুরা চায় কণ্ঠহরণ।

পিস টিভি করে বন্ধ

মানুষের বাড়ছে দ্বন্দ্ব।

জাকির নায়েক তুমুল জনপ্রিয়

মিথ্যার বেসাতি হবেই নিষ্ক্রিয়।

জনগণ আজ কৃতদাস

জুলুম, খুন, রুদ্ধ বাস।

অবৈধ স্বৈরশাসক

ভোগান্তির চরম শাপ।

ভোটহীন ক্ষমতার তাপ।

হবে না তাদের মাফ।

খুন, গ্রেফতারি পরোয়ানা

লক্ষ টাকার জরিমানা।

সরকার প্রধান

দেশের দুশমন।

কবরস্থ গণতন্ত্র-নির্বাচন

বাংলাদেশ কি ফিলিস্তান?

ধ্বংসের কিনারায় ফেরাউন

করুণ পরিণতি অপেক্ষমাণ।

আর কত ভারতের গোলামী

দিচ্ছে দেশ ক্ষমতার সেলামী।

কেড়ে নেয় ইসলাম

ক্ষমতার এতো দাম?!

ছাড়তেই হবে অবৈধ সিংহাসন

দ্বারপ্রান্তে ঐতিহাসিক পতন।



বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374580
১৩ জুলাই ২০১৬ রাত ১১:৪৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
অনেক অনেক ধন্যবাদ
১৪ জুলাই ২০১৬ রাত ০৮:৫৭
310791
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

আপনার কি এখনো মন খারাপ আংকেল?

ড্রাইভিং এর খবর কি?
১৬ জুলাই ২০১৬ সকাল ১১:২২
310862
আবু জান্নাত লিখেছেন : ১৮/০৭/২০১৬ রোড ট্রাই। দোয়া চাই।
মনে অনেক টেনশণ। ফেল করলে আবারো ৩মাস পিছে পড়তে হবে। Crying Crying Crying
১৯ জুলাই ২০১৬ রাত ০৯:২৩
310994
সন্ধাতারা লিখেছেন : আল্লাহ্‌ সুবহানুতা’আলা নিশ্চয়ই আপনার মঙ্গল করবেন ইনশাল্লাহ।
374587
১৪ জুলাই ২০১৬ রাত ০২:৩৩
শেখের পোলা লিখেছেন : আসসালামু আলায়কুম। আসন্ন দিনটির অপেক্ষায়।
১৪ জুলাই ২০১৬ রাত ০৮:৫৮
310792
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আমি নিজেও.........
374592
১৪ জুলাই ২০১৬ রাত ০৪:৩৫
কুয়েত থেকে লিখেছেন : ফুঁসছে আপামর জনগণ জবরদস্তি ক্ষমতাহরণ। চারিদিকে গণজাগরণ আসন্ন গণবিস্ফোরণ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
১৪ জুলাই ২০১৬ রাত ০৯:০০
310794
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
374599
১৪ জুলাই ২০১৬ সকাল ০৯:৩৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপাগো! কবিতার প্রতি পরতে পরতে কেবল ঝাঁজ আর ঝাঁজ! এইরকম কবিতা দিয়ে একসময় কত কি না হয়েছে। আর এখন কবিতা শুধু এক ঝলক চোখ বুলিয়ে নেয়া, তাতেই শেষ। ভেতরে তেমন নাড়া দেয়না।
১৪ জুলাই ২০১৬ রাত ০৯:০৩
310796
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

ঠিক বলেছেন ছোট ভাই। মানুষের বিবেক মরে গেছে, অনুভূতি শক্তি ভোঁতা হয়ে গেছে তাই!

ঈদ কেমন কাটলো? সবাই ভালো আছেন তো?
১৪ জুলাই ২০১৬ রাত ১০:২৪
310799
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্.ঈদের আগে সপ্তাহখানেক ছুটি কাটালেও কাটাতে পেরেছি একদিন. তাই একটু অতৃপ্তি রয়ে গেছে.
বাসার সবাই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান প্রস্তুতি নিয়ে কোমর বেধেঁ নেমেছেন. আজ বাবাকে সুন্দর করে বুঝিয়ে বলেছি, এই মহা প্রস্তুতির সাথে বিয়ের সব কিছুকে হালাল পন্থায় করার প্রস্তুতিটাও যেন ভালো হয়
১৫ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
310829
সন্ধাতারা লিখেছেন : আহারে!! আপনার টা কত দূর.........
374607
১৪ জুলাই ২০১৬ দুপুর ১২:১১
দ্য স্লেভ লিখেছেন : আহা বুম্বাই মরিচ কবিতা Happy
১৪ জুলাই ২০১৬ রাত ০৯:০৫
310797
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

যথার্থ অভিব্যক্তি!!
374621
১৪ জুলাই ২০১৬ দুপুর ০৩:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিছুই বলার নাই!!!!
১৪ জুলাই ২০১৬ রাত ০৯:০৬
310798
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

কেন ভাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File